বিপ্লব সাহা
কবি তালাত মাহমুদ ছিলেন শেরপুরের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর জন্ম ১৯৫৭ সালের ২০ আগস্ট শেরপুর জেলার নকলা উপজেলার চন্দ্রকোণা ইউনিয়নের বাছুরআলগা গ্রামে। শৈশব থেকেই তিনি সাহিত্য ও সাংবাদিকতার প্রতি গভীর অনুরাগী ছিলেন, যা পরবর্তীতে তাঁকে এই ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখতে প্রেরণা জুগিয়েছে।

শিক্ষা ও সাহিত্যচর্চা:
তালাত মাহমুদ প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজে স্নাতোকোত্তর পড়াশোনা করেন। শিক্ষাজীবনের পাশাপাশি তিনি ১৯৭৩ সাল থেকে ১৯৮৬ সাল পর্যন্ত ‘সাহিত্য দর্পণ’ নামক সাহিত্য পত্রিকা সম্পাদনা করেন, যা তাঁর সাহিত্যিক পরিচিতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সাংবাদিকতা ও সাংগঠনিক কার্যক্রম:
কবি তালাত মাহমুদ সাংবাদিকতা ও সাংগঠনে ছিলেন অত্যন্ত সক্রিয়। তিনি শেরপুর প্রেসক্লাবের সিনিয়র সদস্য ছিলেন এবং বিভিন্ন পত্রিকায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তাঁর সাংগঠনিক দক্ষতার ফলে তিনি ‘লেকশি’ (লেখক কল্যাণ শিবির) ও ‘কবিসংঘ বাংলাদেশ’ এর প্রতিষ্ঠাতা সভাপতি হন। এই সংগঠনগুলোর মাধ্যমে তিনি শেরপুরসহ দেশের বিভিন্ন জেলার কবি ও সাহিত্যিকদের একত্রিত করে সাহিত্যচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসারে অবদান রাখেন।
কাব্যগ্রন্থ ও সাহিত্যকর্ম:
তালাত মাহমুদ তাঁর সাহিত্যকর্মের মাধ্যমে সমাজ ও সময়ের প্রতিফলন ঘটিয়েছেন। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থসমূহ হলো:
“স্বর্গের দ্বারে মর্ত্যের চিঠি” (১৯৭৫): বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের শোক ও প্রতিবাদের প্রতিফলন।
“গীতলতিকা” (১৯৭৯): তাঁর দ্বিতীয় কাব্যগ্রন্থ, যেখানে মানবিক মূল্যবোধ ও সমাজের নানা দিক নিয়ে কবিতা রচিত।
“লোকহীন লোকারণ্য” (১৯৯৯): তাঁর তৃতীয় কাব্যগ্রন্থ, যা সমাজের বিভিন্ন সমস্যার প্রতিফলন।
তাঁর কবিতা, প্রবন্ধ ও নিবন্ধ বিভিন্ন জাতীয় দৈনিক ও সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয়েছে, যা বাংলা সাহিত্যের সমৃদ্ধিতে অবদান রেখেছে।
মৃত্যু ও উত্তরাধিকার:
কবি তালাত মাহমুদ ২০২৪ সালের ৩ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে শেরপুর জেলা সদর হাসপাতালে ইন্তেকাল করেন। তাঁর মৃত্যু বাংলা সাহিত্য ও সাংবাদিকতা জগতে এক অপূরণীয় ক্ষতি। তবে তাঁর সাহিত্যকর্ম ও সাংগঠনিক অবদান আজও সাহিত্যপ্রেমীদের অনুপ্রাণিত করে।
তালাত মাহমুদ ছিলেন একজন আপসহীন সাহিত্যসৈনিক, যাঁর জীবন ও কর্ম বাংলা সাহিত্যের অমর অংশ হয়ে থাকবে।
লেখক : কবি ও বিশ্লেষক, নালিতাবাড়ী, শেরপুর।




