বাংলাদেশ মুজাহিদ কমিটির শেরপুর জেলা শাখার সাবেক সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রিয় শুরা কমিটির সাবেক সদস্য, শ্রীবরদী উপজেলার সদর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুস সাত্তার (৯৫) আর নেই।

তিনি বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে ৩ ফেব্রুয়ারি সোমবার রাত ১১টার দিকে শ্রীবরদীর মথুরাদি এলাকার নিজবাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…….রাজিউন)। মৃত্যুকালে তিঁনি স্ত্রী, ৬ ছেলে রেখে গেছেন।
এলাকাজুড়ে তিনি বিশিষ্ট সমাজসেবক, ন্যায়পরায়ণ, পরোপকারী হিসেবে ‘সাত্তার চেয়ারম্যান’ নামে সমধিক পরিচিত ছিলেন। তিনি বিভিন্ন শিক্ষা, ধর্মীয় ও সামাজিক নানা প্রতিষ্ঠানের গোড়াপত্তনসহ নেতৃত্ব দিয়েছেন। ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে নিজবাড়ির সামনে নিজের প্রতিষ্ঠিত চিশতিয়া কেরাতুল কোরআন কওমী মাদ্রাসা মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এদিকে তার মৃত্যুতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর আলহাজ্ব সৈয়দ রেজাউল করীম পীরসাহেব চরমোনাই এবং জেলা কমিটির নেতৃবৃন্দ গভীর শোকপ্রকাশ করেছেন।
