প্রায় ৭ বছর পর ঢাকা-করাচি রুটে সরাসরি ফ্লাইট চালুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। পাকিস্তানের বেসরকারি বিমান সংস্থা ফ্লাই জিন্নাহ এ রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে। ৩ ফেব্রুয়ারি সোমবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মনজুর কবির ভূঁইয়া।

তিনি জানান, ফ্লাই জিন্নাহ অনুমোদন পেলেও কার্যক্রম শুরুর আগে বাংলাদেশে একজন স্থানীয় জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) নিয়োগ করতে হবে। এরপর তারা ফ্লাইটের সময়সূচি ও ফ্রিকোয়েন্সির জন্য আবেদন করলে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।
গত বছরের ২ সেপ্টেম্বর পাকিস্তানের হাই কমিশনার আহমদ মারুফ স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন এবং ২ দেশের মধ্যে পুনরায় সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে গুরুত্বারোপ করেন।

এর আগে, ২০১৮ সালে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ) ঢাকা-করাচি রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করত, যা পরে বন্ধ হয়ে যায়।
