বিদ্যার দেবীর আরাধনায় উৎসবমুখর পরিবেশে পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন (প্লেস) এর উদ্যোগে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে।

৩ ফেব্রুয়ারি সোমবার পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনের সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থীদের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে ওই পূজা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ও প্রতিষ্ঠানের সভাপতি মো. আমিনুল ইসলাম।
ওইসময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবদুল করিম, শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুবায়দুল আলমসহ প্লেসের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
