ads

সোমবার , ৩ ফেব্রুয়ারি ২০২৫ | ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মহাখালী-গুলশান সড়ক অবরোধ করে বিক্ষোভ তিতুমীর শিক্ষার্থীদের

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ৩, ২০২৫ ২:২৮ অপরাহ্ণ

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে শিক্ষার্থীরা ষষ্ঠ দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এর অংশ হিসেবে ৩ ফেব্রুয়ারি সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে শিক্ষার্থীরা কলেজের সামনে মহাখালী-গুলশান সড়ক অবরোধ অবরোধ করেন, ফলে ওই রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষকে চরম ভোগান্তির মুখে পড়তে হয়।

Shamol Bangla Ads

এসময় তারা রাস্তায় বাঁশ ফেলে হ্যান্ডমাইকে ঘোষণা দেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত জরুরি যানবাহন ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করতে দেওয়া হবে না।

আন্দোলনকারীরা জানান, সরস্বতী পূজার কারণে তারা কর্মসূচি কিছুটা দেরিতে শুরু করেছেন। শিক্ষার্থীরা দুঃখ প্রকাশ করে বলেন, রাজপথে না নামলে কোনো দাবি বাস্তবায়ন হয় না। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

Shamol Bangla Ads

এছাড়া দাবি আদায়ে প্রায় ১০ জন শিক্ষার্থী গত পাঁচ দিন ধরে তিতুমীর কলেজ গেটের সামনে অনশন করছেন।

শিক্ষার্থীরা জানান, কিছুক্ষণের মধ্যেই আমতলী ও গুলশান-১ নম্বর সড়কও অবরোধ করে উত্তর ব্লকেড কর্মসূচি শুরু করা হবে।

এদিকে অনশন কর্মসূচির ফলে শিক্ষার্থীদের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। সকালে অসুস্থ হয়ে পড়া দুইজন শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!