শেরপুরের নকলায় বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রকাশনা সম্পাদক, সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ প্রয়াত আলহাজ্ব জাহেদ আলী চৌধুরী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে স্থানীয় নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ওই টুর্নামেন্টের আয়োজন করে নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এসএসসি ব্যাচ ২০১৮-২০২০।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন জাহেদ আলী চৌধুরীর ছেলে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহবায়ক খোরশেদুর রহমান, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল, যুগ্ম আহবায়ক মোবাশ্বের আলী চৌধুরী ওরফে টুটন চৌধুরী, মোজাম্মেল হক মাস্টার, আহসান হাফিজ খান ও মহিউদ্দিন মোক্তার, সদস্য রাব্বেনুর চৌধুরী ও আব্দুল্লাহ চৌধুরী, তরুণ বিএনপি নেতা দেলোয়ার হোসেন সাঈদী, উপজেলা শ্রমিকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নাজমুল হক নওফেল, পৌর ছাত্রলের আহবায়ক সানোয়ার হোসেন অভি, কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কাওসার আজাদ অর্ণবসহ বিএনপি’র সকল অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১৮-২০২০ ব্যাচের শিক্ষার্থী, ক্রীড়ামোদী ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে গেম চেঞ্জার নকলা ইশিবপুর একাদশকে ৬ রানে হারিয়ে বিজয়ী হয়। ম্যান অব দ্যা ম্যাচ ও ম্যান অব দা টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন গেম চেঞ্জার নকলার খেলোয়াড় সালমান। খেলায় আম্পায়ারের দায়িত্বে ছিলেন এম এফ জামান ফারুক ও মিঠুন।
টুর্নামেন্ট শেষে বিজয়ী ও রানারআপ দল, ম্যান অব দ্যা ম্যাচ ও ম্যান অব দি টুর্নামেন্ট এবং আয়োজক কর্তৃপক্ষকে ট্রফি ও নগদ অর্থ (বিজয়ী দল ১৫ হাজার ও রানারআপ দল ৮ হাজার) প্রদান করেন টুর্নামেন্টের প্রধান অতিথি ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী। আয়োজকদের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয় প্রধান অতিথি ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীর হাতে।
