‘সবাই মিলে খেলা করি, মাদকমুক্ত দেশ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান টেঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। ২৯ জানুয়ারি বুধবার দিনব্যাপী এ আয়োজনে ছিল জাতীয় পতাকা উত্তোলন, বিদ্যালয় প্রতিষ্ঠাতাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া, শিক্ষার্থী প্রতিযোগীদের মাঠ প্রদক্ষিণ, ক্রীড়া শপথ গ্রহণ, ক্রীড়া সংগীত পরিবেশন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

বিদ্যালয়ের কামিনি মঞ্চে আয়োজিত আলোচনা সভায় উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ। ওইসময় তিনি বলেন, একাত্তরের বীর যোদ্ধাদের অসীম ত্যাগের মধ্য দিয়ে অর্জিত হয়েছে স্বাধীন- সার্বভৌম বাংলাদেশ। ওই অর্জিত স্বাধীনতা রক্ষা করবে বর্তমান প্রজন্ম। তাই তাদের মেধাবী জনশক্তিতে রূপান্তর করতে হলে নিরলস প্রচেষ্টায় তাদের মেধাবী ও সাহসী নাগরিক হতে হবে। মেধাবী হতে হলে মোবাইলের প্রতি আকৃষ্ট না হয়ে পাঠ চর্চায় গভীর মনযোগী হতে হবে। সমৃদ্ধ দেশ গড়ার ক্ষেত্রে মাদক ও অপরাধ মুক্ত থেকে মেধা, প্রজ্ঞা ও মননশীলতায় নিজেদের প্রতিষ্ঠিত করার বিকল্প কোন পন্থা নেই। শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও চিত্ত বিনোদনে উৎসাহী হলে সকল অপরাধ হতে বিরত থাকার সুযোগ রয়েছে। তিনি শিক্ষার্থীদের সক্ষমতা অর্জনের মাধ্যমে দেশের প্রতি দায়বদ্ধ থেকে মানবসেবায় নিয়োজিত থাকার আহবান জানান।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. গোলাম ফারুকের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলহাজ রুহুল আলম তালুকদার, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. মোশারফ হোসেন, রাণীশিমুল ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মীর রুকনুজ্জামান লাকু ও সাধারণ সম্পাদক শাকিল আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক মোস্তাক আহমেদ।

ওইসময় মঞ্চে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ, সাংবাদিক এমআর টি মিন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার বিদ্যালয়ের কামিনি মঞ্চে স্বল্পদৈর্ঘ্য নাটক মঞ্চায়ন, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
