ads

বুধবার , ২২ জানুয়ারি ২০২৫ | ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ : স্কটল্যান্ডকে হারিয়ে সুপার সিক্সে বাংলাদেশ

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২২, ২০২৫ ১:৩৪ অপরাহ্ণ

নারী ক্রিকেটে বুধবার সকালটা জয়গাথায় ভরা। সকালে ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় ওয়ানডেতে হারানোর পর অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডকে হারিয়ে সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী দল। মালয়েশিয়ার বাঙ্গিতে ১৮ রানের এই জয়ে সেমিফাইনালের পথে আরও এক ধাপ এগিয়ে গেল সুমাইয়া আক্তারের দল। আগে ব্যাট করে স্কটল্যান্ডকে ১২২ রানের লক্ষ্য দিয়েছিল সুমাইয়া আক্তারের বাংলাদেশ। সেই লক্ষ্যে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১০৩ রানে থামে স্কটল্যান্ডের ইনিংস।

Shamol Bangla Ads

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। প্রথম ওভারেই হারায় ওপেনার সুমাইয়া আক্তার সুবর্ণার উইকেট। উইকেটরক্ষক ব্যাটার জুয়াইরিয়া ফেরদৌস ও ফাহমিদা ছোঁয়ার ২৬ রানের জুটিতে কিছুটা স্থিরতা আসে। তবে ১৪ রান করে রানআউট হন ফাহমিদা। এরপর জুয়াইরিয়া ২০ রান করলেও বেশিক্ষণ টিকতে পারেননি।

মাঝের ব্যাটারদের ব্যর্থতায় ৫০ রান তুলতেই ৫ উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে অধিনায়ক সুমাইয়া আক্তার ও আফিয়া আশিমার দৃঢ়তায় দলটি ঘুরে দাঁড়ায়। আফিয়া ২১ রান করে আউট হলেও সুমাইয়ার ৩৬ বলে অপরাজিত ২৯ রানে ভর করে ১২২ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

Shamol Bangla Ads

১২২ রানের লক্ষ্যে নেমে শুরুটা দারুণ করে স্কটল্যান্ড। প্রথম ৪ ওভারে বিনা উইকেটে তোলে ১৯ রান। তবে পঞ্চম ওভারে বাংলাদেশ শিবিরে এনে দেয় ব্রেকথ্রু। আনিসা আক্তার আউট করেন ওপেনার ইমা ওয়ালসিংহামকে (১১)। একই ওভারে সাদিয়া ইসলাম রানআউট করেন পিপা কেলিকে।

পিপা স্প্রাউল ও নিয়াম মুইরের ৫০ রানের জুটিতে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় স্কটল্যান্ড। তবে ২২ রানে থাকা নিয়ামকে ফিরিয়ে জুটি ভাঙেন হাবিবা ইসলাম। এরপর চাপ নিতে না পেরে একের পর এক উইকেট হারায় স্কটল্যান্ড। স্কটিশদের হয়ে পিপা স্প্রাউল সর্বোচ্চ ৪৩ রান করেন। তবে তার ইনিংসটি থামে আনিসার স্টাম্পিংয়ে। শেষ দিকে স্কটল্যান্ডের ব্যাটাররা আর লড়াই জমাতে পারেননি।

বাংলাদেশের হয়ে লেগ স্পিনার আনিসা আক্তার ২৫ রানে নেন ৪ উইকেট। টপ অর্ডারের দুই ব্যাটারকে বোল্ড করে তিনি দেখান অসাধারণ নৈপুণ্য।

এই জয়ে সুপার সিক্সে পৌঁছে এক নম্বর গ্রুপে খেলবে বাংলাদেশ। সেখানে দুটি ম্যাচে ভালো করতে পারলেই জায়গা হবে সেমিফাইনালে। এর আগে নেপালের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করলেও অস্ট্রেলিয়ার কাছে দুই উইকেটে হারে বাংলাদেশ। তবে স্কটল্যান্ডের বিপক্ষে জয়ে দলটি আবারও ছন্দে ফিরেছে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!