ads

মঙ্গলবার , ২১ জানুয়ারি ২০২৫ | ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাসায় বসে বিপিএল দেখাটা কষ্টের ছিল : সৌম্য

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২১, ২০২৫ ৭:৫১ অপরাহ্ণ

সময়টা দারুণ কাটছিল সৌম্য সরকারের। রংপুর রাইডার্সকে গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন করার পথে হয়েছিলেন টুর্নামেন্ট সেরা (১৮৮ রান)। পরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ ছন্দে ছিলেন বাঁহাতি ব্যাটার। কিন্তু তার সুখের সময়ে ‘অসুখ’ হয়ে আসে চোট।

Shamol Bangla Ads

সেই চোট বিপিএলে এখন পর্যন্ত ম্যাচ খেলতে দেয়নি সৌম্যকে। রান বন্যার এবারের টুর্নামেন্টে খেলতে না পেরে তাই কষ্ট পাচ্ছেন তিনি। কবে ফিরবেন তা জানা না গেলেও রংপুরের ক্যাম্পে যোগ দিয়ে সংবাদ মাধ্যমকে শুনিয়েছেন কষ্টের কথা। চট্টগ্রামে সংবাদ মাধ্যমকে বাংলাদেশের ওপেনার বলেছেন, ‘চোটের সময়ে একটা কঠিন সময় ছিল। সব থেকে কষ্টের ছিল বাসায় বসে খেলা দেখা। খেলাগুলো খেলতে পারছিলাম না এটা একটা কষ্টের জায়গা ছিল।’

বিপিএলে দলগুলোর বড় স্কোর দেখে খুশি সৌম্য। আগামীতেও এমন রান বন্যার টুর্নামেন্ট হলে জাতীয় দলের জন্য ভালো হবে বলে মনে করেন তিনি। ৩১ বছর বয়সী ব্যাটার বলেছেন, ‘বিপিএলে অনেক রান হচ্ছে ভালো করছে। এই ধারাবাহিকতা যদি রাখা যায় তাহলে টি-টোয়েন্টিতে আমরাও উন্নতি করতে পারব। জানবো ২০০ রান কিভাবে করতে হয়, দশ উইকেট কিভাবে নিতে হয়। এটা আমাদের আয়ত্ত্বের ভেতর থাকবে। অন্য কোথাও গেলে আমরা চাপে পড়ব না, চাপটা সহজেই মানিয়ে নিতে পারব।’

Shamol Bangla Ads

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশে দারুণ কিছু করতে পারবে কিনা এমন প্রশ্নের উত্তরে সৌম্য জানিয়েছেন, নিজেদের ওপর বিশ্বাস রাখলে অবশ্যই পারব। তিনি বলেছেন, ‘সবাই যদি বিশ্বাস করি যে পারব তাহলে আমরা পারব। আমরা তো কেউ বিশ্বাসই করি না পারব। আগে নেগেটিভ কথা বলি। ওই টুর্নামেন্টের শুরুতে বলেছিলাম, যদি তিন সাইডে ভালো করতে পারি আমরা জিততে পারব।’

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!