শেরপুরে মাত্র ২০ টাকায় শীতবস্ত্র হিসেবে কম্বল পেয়েছেন শতাধিক হতদরিদ্র মানুষ।

২০ জানুয়ারি সোমবার শহরের কসবা কাচারীপাড়া এলাকায় হযরত শাহ কামাল (র.) এর মাজারে দারিদ্র বিমোচন গণ উন্নয়ন প্রকল্পের উদ্যোগে ও জিএএসডিএস প্রকল্পের বাস্তবায়নে এসব কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন জিএএসডিএস প্রকল্পের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. আনোয়ার সরকার জালাল, দারিদ্র বিমোচন গণ উন্নয়ন প্রকল্পের পরিচালক মো. জাকির হোসেন ফারুক, আবু হানিফা তালুকদার, সুলতান মাহমুদ, আরিফ হোসেন শাহিন, মাসুদ মিয়া, ইসমত জামিল ইমন, রাসেল জোয়াদ্দার, আনিছ মিয়া, মাহবুবুর রহমান প্রমুখ।
