ads

সোমবার , ২০ জানুয়ারি ২০২৫ | ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অভিষেকের আগে সমাবেশে নাচলেন ট্রাম্প, দিলেন কড়া অভিবাসীবিরোধী বার্তা

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২০, ২০২৫ ৩:১৬ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে আর মাত্র কয়েক ঘণ্টা পরই শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় সোমবার দুপুরে ট্রাম্পের অভিষেকের আনুষ্ঠানিকতা শুরু হবে। এ উপলক্ষ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে পুরো ওয়াশিংটনজুড়ে।

Shamol Bangla Ads

এর আগের দিন রোববার সেখানে বিশাল সমাবেশে হাজির হন তিনি। এসময় সমাবেশে আয়োজিত এক সাংস্কৃতিক পরিবেশনায় তিনি ডিসকো ব্যান্ড ভিলেজ পিপলের সদস্যদের সঙ্গে গানের তালে তালে নাচতে শুরু করেন।

ট্রাম্পের এই সমাবেশে টিকটকের সিইও শাউ জি চিউ উপস্থিত ছিলেন। টিকটককে নিষেধাজ্ঞা থেকে রক্ষা করার জন্য নিজেকে কৃতিত্ব দেন ট্রাম্প। বিজয় সমাবেশে ট্রাম্পের সঙ্গে তার পরিবারের সদস্যরাও মঞ্চে যোগ দেন, যার মধ্যে ছিলেন ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, এরিক এবং এরিকের স্ত্রী লারা ট্রাম্প।

Shamol Bangla Ads

পরে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই তিনি ঐতিহাসিক গতিতে কাজ করবেন বলে জানিয়েছেন। এছাড়াও দেশটিতে অভিবাসীদের অনুপ্রবেশ সূর্যাস্তের আগে সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে বলেও বলেন তিনি। নির্বাচনী প্রচারের সময় দেওয়া প্রতিশ্রুতির কথা জানিয়ে তিনি বলেন, এটি হবে মার্কিন ইতিহাসের বৃহত্তম নির্বাসন প্রক্রিয়া। তবে বিশাল এই অপারেশন সম্পন্ন করতে বছরখানেক সময় এবং বিপুল অর্থের প্রয়োজন হতে পারে।

এসময় ট্রাম্প বলেন, আমরা মার্কিন ইতিহাসের সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক আন্দোলন সৃষ্টি করেছি। আগামীকাল (আজ) থেকেই আমি দ্রুত ও শক্তিশালী পদক্ষেপ নেব এবং আমাদের দেশের প্রতিটি সংকট সমাধান করব।

এদিকে হোয়াইট হাউজের একাধিক সূত্র জানিয়েছে, ট্রাম্প তার প্রথম দিনে ২০০টিরও বেশি নির্বাহী আদেশ জারি করবেন। এতে সীমান্ত নিরাপত্তা অগ্রাধিকার পাবে।

তিনি মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা, মাদকচক্রকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে শ্রেণিভুক্ত করাসহ নানা নীতি পুনর্বহালের উদ্যোগ নেবেন। অভিবাসন সংক্রান্ত তার পরিকল্পনা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাসরত এবং নাগরিক পরিবারের সঙ্গে থাকা অনেক অভিবাসীর মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।

ট্রাম্প বলেন, তিনি সামরিক বাহিনী থেকে উগ্র মতাদর্শ দূর করবেন এবং যুক্তরাষ্ট্রে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণের আদেশ দেবেন। তবে এই প্রতিরক্ষা ব্যবস্থা কীভাবে বাস্তবায়িত হবে, সে বিষয়ে বিস্তারিত জানাননি। তিনি আরও বলেন, তিনি প্রেসিডেন্ট জন এফ. কেনেডি, রবার্ট কেনেডি এবং মার্টিন লুথার কিং জুনিয়রের হত্যাকাণ্ড সংক্রান্ত গোপন নথি প্রকাশ করবেন।

অন্যদিকে আবহাওয়া পরিস্থিতির কারণে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান ক্যাপিটাল বিল্ডিংয়ের ভেতরে স্থানান্তরিত হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে ২৫ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। ট্রাম্প জানিয়েছেন, শপথ নেওয়ার পর তিনি তার সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন। তার ভাষণের মূল বিষয় হবে ঐক্য, শক্তি এবং ন্যায়বিচার।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!