শেরপুরের নালিতাবাড়ী উপজেলার চেল্লাখালী নদীর অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৬ মাস করে কারাদণ্ড ও ১২ টি ড্রেজার মেশিন ধ্বংস করেছে প্রশাসন। ১৬ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে উপজেলার বুরুঙ্গা এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।

সাজাপ্রাপ্তরা হলেন উপজেলার চাঁদগাও এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে মবিনুর আলম (৩৬), সুরুজ্জামানের ছেলে নজরুল ইসলাম (৩৮), ইউসুফ আলীর ছেলে শাহজাহান (৩৫), নন্নী এলাকার ইয়াজুল হকের ছেলে বিল্লাল হোসেন (৪২), আব্দুল মজিদের ছেলে হাসমত আলী (৪৫), আন্ধারুপাড়া এলাকার মৃত পনেলের ছেলে অনিল (৩২) ও শেরপুর সদর উপজেলার কালিবাড়ী এলাকার ময়না চন্দ্র দাসের ছেলে সুরেশ চন্দ্র দাস।
জানা যায়, দীর্ঘদিন যাবত উপজেলার চেল্লাখালী নদীর বুরুঙ্গা এলাকায় বুরুঙ্গা সেতুর কাছ থেকে নদীর পাড় ভেঙে ও গভীর গর্ত করে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলো কিছু অসাধু বালু ব্যবসায়ী। পরে বৃহস্পতিবার বিকেলে ওই এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন। এসময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে উপজেলার চাঁদগাও এলাকার মবিনুর, নজরুল, শাহজাহান ও নন্নী এলাকার বিল্লাল, হাসমত, আন্ধারুপাড়া এলাকার অনিল এবং শেরপুরের কালিবাড়ী এলাকার সুরেশসহ ৭ জনকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়াও বালু উত্তোলনে ব্যবহৃত ১২ টি ড্রেজার মেশিন ও অর্ধশত পাইপ ধ্বংস করা হয়।

পুলিশ, বিজিবি ও বন বিভাগের সদস্যদের সাথে নিয়ে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
