ads

বুধবার , ১৫ জানুয়ারি ২০২৫ | ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত : মানুষের ঢল

ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী
জানুয়ারি ১৫, ২০২৫ ৪:২৭ অপরাহ্ণ

গ্রাম-বাংলার ঐতিহ্য ধরে রাখতে ও নতুন প্রজন্মের কাছে ঘোড়া দৌড় প্রতিযোগিতা পরিচিত করার লক্ষে শেরপুরের শ্রীবরদীতে অনুষ্ঠিত হয়েছে ঘোড় দৌড় প্রতিযোগিতা। ঘোড়ার দৌড় প্রতিযোগিতা দেখতে ঢল নামে হাজার হাজার দর্শকের। পরিণত হয় মহা মিলনমেলায়।

Shamol Bangla Ads

১৪ জানুয়ারি মঙ্গলবার বিকালে পৌর শহরের জালকাটা-ষাইট কাকড়া এলাকাবাসীর আয়োজনে ধান ক্ষেতের ফাঁকা মাঠে এই ঘোড়া দৌড় প্রতিযোতিা অনুষ্ঠিত হয়। ঘোড় দৌড় প্রতিযোগিতায় অংশ নেয় শেরপুর, জামালপুর, ময়মনসিংহ জেলাসহ বিভিন্ন এলাকা থেকে আসা অর্ধশতাধিক ঘোড়া।

ঘোড় দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল। তিনি বলেন, ‘গ্রামীণ ঐহিত্য ধরে রাখতে ও নতুন প্রজন্মের কাছে ঘোড়া দৌড় প্রতিযোগিতা পরিচিত করতে আয়োজন করা হয় ঘোড়া দৌড়। এর ধারাবাহিকতা বজায় রাখা উচিত ।

Shamol Bangla Ads

ঘোড়া দৌড় প্রতিযোগিতার পরিচালক মোঃ আবেদিন আলী পাংখা। তিনি বলেন, সব খেলাই জনপ্রিয়। তবে গ্রামীণ ঐতিহ্য টিকিয়ে রাখতে এমন আয়োজন করা হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ায় তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। এ সময় উপস্থিত ছিলেন শ্রীবরদী পৌর বিএনপির সভাপতি মোঃ ফজলুল হক চৌধুরী অকুল, তাতিহাটী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম, মোঃ ওমর আলী প্রমুখ।

পাঁচটি রাউন্ডে খেলায় তিনজন করে বিজয়ী হয়। তবে দাপটে ঘোড়ার দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে ময়মনসিংহ থেকে আসা ঘোড়ার সোয়ার কিশোর রবিন। পরে সকল বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে এলইডি টেলিভিশন, রাইচ কুকার, মোবাইল ফোন, বৈদ্যুতিক পাখাসহ বি্ভিন্ন পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। এ প্রতিযোগিতা দেখে হারিয়ে যাওয়া ঐতিহ্যকে প্রতিবছরই আয়োজনের আহবান জানান দর্শকরা।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!