ads

বুধবার , ১৫ জানুয়ারি ২০২৫ | ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর পৌরসভার ফুটপাত-ড্রেন ও সড়কবাতিসহ নান্দনিক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

স্টাফ রিপোর্টার
জানুয়ারি ১৫, ২০২৫ ৩:৩৫ অপরাহ্ণ

শেরপুর পৌরসভার সৌন্দর্য বৃদ্ধিকল্পে প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে একটি নান্দনিক ড্রেন কাম ফুটপাত, ইউনিব্লক সোল্ডার ও স্ট্রিট লাইট স্থাপন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ১৫ জানুয়ারি বুধবার দুপুরে শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় এ কাজের ফলক উন্মোচন করেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

Shamol Bangla Ads

ওইসময় শেরপুর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) তোফায়েল আহমেদ, নির্বাহী প্রকৌশলী দেওয়ান রেজাউল করিম, সহকারী প্রকৌশলী খোরশেদ আলম, সচিব আবু লায়েছ মোহাম্মদ বজলুল করিম, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরী ও জামায়াত নেতা মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন, ঠিকাদারি প্রতিষ্ঠান সেলিম এন্ড ব্রাদার্স এর প্রতিনিধি আপেল মাহমুদসহ পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পৌরসভার প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, পৌর শহরের প্রধান সড়কে কলেজ মোড় থেকে নতুন বাস টার্মিনাল পর্যন্ত প্রায় ৯০০ মিটার রাস্তার দু’পাশে উন্নত ড্রেন, ফুটপাত, স্ট্রিট লাইট এবং রাস্তা থেকে ড্রেনের পাড় পর্যন্ত ইউনিব্লক সোল্ডার নির্মাণ করা হবে। এ কাজের প্রাক্কলন ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৫৮ লক্ষ ৫৬ হাজার এবং চুক্তি দর ধরা হয়েছে ৩ কোটি ১৩ লক্ষ টাকা। কাজের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ৬ মাস। লোকাল গভর্মেন্ট কোভিড-১ রেসপন্স এন্ড রিকভারি প্রজেক্ট (এলজিসিআরপি) এর অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

Shamol Bangla Ads

কাজটি সম্পন্ন করা হলে শেরপুর শহরের কলেজ মোড় থেকে নতুন বাস টার্মিনাল পর্যন্ত রাস্তার দুপাশে সৌন্দর্য বৃদ্ধিসহ সাধারণ পথচারীর চলাচলের সুবিধা হবে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!