সিলেট স্ট্রাইকার্সের ক্যারিবীয় ক্রিকেটার রাহকিম কর্ণওয়াল বিপিএলের মাঝপথেই হঠাৎ বিদায় নিয়েছেন। মেহেদি হাসান মিরাজ ও ইমরুল কায়েসের এমকেএস কোম্পানির ব্যাট হাতে চমকে দিয়েছিলেন সবাইকে। এবার দুঃসংবাদ জানিয়ে বিদায় নিলেন।

জানা যায়, আসন্ন বিপিএলে তার আর খেলা হচ্ছে না। চোটের কারণে বিপিএল শেষ না করেই ফিরে গেলেন তিনি। চলতি আসরে আর দেখা যাবে না তাকে। এর আগে বিপিএলের শুরুতে যোগ দিলেও খুব বেশি ম্যাচ খেলা হয়নি এই অলরাউন্ডারের। ফ্লু অসুস্থতার কারণে প্রথম ম্যাচে খেলতে পারেননি। দ্বিতীয় ম্যাচেও ছিলেন না একাদশে। তৃতীয় ম্যাচে সুযোগ পেয়ে ব্যাট হাতে করেন ১৮ রান, বোলিংয়ে শিকার করেন ১ উইকেট।
সবশেষ সিলেট পর্ব শেষে জানা গেল, চোটের কারণে এই আসর শেষ রাহকিমের। সিলেট স্ট্রাইকার্স নিজেদের ফেসবুক পেইজে নিশ্চিত করেছে কর্নওয়ালের একটি ভিডিও পোস্ট করে দলটি লিখেছে, ‘ক্রিকেট সমর্থকদের জন্য দুঃসংবাদ – চোটের কারণে বিপিএল ছেড়ে যাচ্ছেন রাহকিম কর্নওয়াল।’

এছাড়া কর্নওয়ালকে ধন্যবাদ জানানোর পাশাপাশি সুস্থতা কামনা করেছে সিলেট স্ট্রাইকার্স, মাঠে ও মাঠের বাইরের অবিস্মরণীয় মুহুর্তগুলোর জন্য ধন্যবাদ রাহকিম। তোমার দ্রুত সুস্থতা কামনা করছি এবং আশা করছি দ্রুতই মাঠে ফিরবে। বিদায়, বাংলাদেশ তোমাকে মিস করবে।
