বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শেরপুরে বিএনপি ও সহযোগী সংগঠনসমূহের পক্ষ থেকে মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৫ জানুয়ারি বুধবার বিকেলে শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলের আহ্বানে সদর উপজেলা বিএনপি, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, যুবদল, কৃষক দলসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতা-কর্মী ওই মিছিল ও সমাবেশে অংশ নেয়।

শহরের জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানামোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে জেলা বিএনপির সাবেক সহ-সভপাতি এ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম কে মুরাদুজ্জামান, সাবেক সাংগঠনিক সম্পাদক আকরামুজ্জামান রাহাত, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ আলী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ শওকত হোসেনসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, রাষ্ট্র কাঠামো পরিবর্তন এবং জনগণের চাহিদা পূরণে তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই। এতে দলমত, জাতি-ধর্ম নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের অধিকারের কথা বলা হয়েছে। গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার বিষয়টিও এতে অন্তর্ভুক্ত। তারা আরও বলেন, দেশের সমস্যাগুলোর সমাধান নির্বাচিত জনগণের সরকারই করতে পারবে। তাই যত দ্রুত সম্ভব সংস্কার শেষ করে নির্বাচন দেয়া উচিত।
