শেরপুরের নালিতাবাড়ীতে তালাকের জেরে জমি থেকে ট্রাক্টর ও কৃষি সরঞ্জাম ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার উপজেলার উপজেলার যোগানিয়া ইউনিয়নের বাইটকামারি এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে শনিবার রাতে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী তারেক রহমান।

এ ঘটনায় অভিযুক্তরা হলেন উপজেলার বাথুয়ারকান্দা গ্রামের মৃত মেহের আলীর পুত্র ওয়াহাব (৫৮) তার পুত্র রবিন মিয়া (৩০), হারুন মিয়া (৩৪), আব্দুল মান্নান (৪০) হান্নান মিয়া (৩৪), কন্যা মোছা: লিপি খাতুন (২২) ও তার স্ত্রী মনোয়ারা বেগম (৫৫)।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০২৩ সালের ডিসেম্বরে উপজেলা বাইটকামারী গ্রামের মৃত হাছুর উদ্দিন এর ছেলে তারেক রহমানের সাথে পার্শ্ববর্তী বাথুয়ারকান্দা গ্রামের আব্দুল ওহাবের মেয়ে মোছা: লিপি খাতুনের পারিবারিকভাবে বিবাহ সম্পন্ন হয়। সংসারে বনিবনা না হওয়ার গতবছরের ডিসেম্বরে লিপি খাতুনকে তালাক দেন তারেক রহমান। তালাকের পর লিপি খাতুন বাদী হয়ে আদালতে দেনমোহরের টাকা দাবি করে মামলা করেন। যা আদালত থেকে ২ কিস্তিতে ৩ লাখ ৬৫ হাজার টাকার পরিশোধের নির্দেশ দেওয়া হয়। এর মধ্যে তারেক রহমান গত ১৫ ডিসেম্বর প্রথম কিস্তিতে ১ লাখ টাকা প্রদান করে অবশিষ্ট টাকা আগামী ২ ফেব্রুয়ারি পরিশোধ করার কথা রয়েছে। কিন্তু এরই মাঝে গত বৃহস্পতিবার উপজেলার বাইটকামারী এলাকায় তারেক রহমানের চাষের জমিতে অতর্কিত হামলা চালায় অভিযুক্তরা।

ওইসময় তারেক রহমানকে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। জোরপূর্বক ট্রাক্টর মেশিন, পানি সেচে ব্যবহৃত মটর, পাইপ, কোদালসহ কৃষি সরঞ্জামাদি ছিনিয়ে নেয় অভিযুক্তরা। এসময় আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ট্রাক্টরসহ কৃষি সরঞ্জামাদি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
এ বিষয়ে ভুক্তভোগী তারেক রহমান বলেন, আদালতের নির্দেশনায় তালাকের ১ কিস্তি পরিশোধ করেছি বাকি কিস্তি সময়মতো পরিশোধ করবো। এরই মাঝে আমার উপর অতর্কিত হামলা চালিয়ে ট্রাষ্টরসহ কৃষি সরঞ্জামি ছিনিয়ে নিয়ে গেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।
অভিযোগের বিষয়ে জানতে চেয়ে আব্দুল ওয়াহাব এর ফোনে একাধিকবার ফোন দিল ফোন বন্ধ পাওয়া যায়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
