শেরপুরের নালিতাবাড়ীতে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছে। ১৩ জানুয়ারি দুপুরে পৌরশহরের নয়ানিকান্দা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। ওই ঘটনার পর চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি আটক করেছে পুলিশ।

আহতরা হলেন পৌরশহরের জারুয়ারপাড় এলাকার সলিমউদ্দিনের ছেলে ওমর ফারুক বাবু (৩০) ও ছাত্তারের ছেলে রাসেল মিয়া (২৭)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার দুপুর একটার দিকে পৌরশহরের নয়ানিকান্দা এলাকা থেকে নকলা-নালিতাবাড়ী সড়ক হয়ে মোটরসাইকেল যোগে নালিতাবাড়ী শহরে আসছিলেন ওমর ফারুক ও রাসেল। এসময় বেপরোয়া গতিতে তিনানীগামী একটি ট্রাক এসে পেছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেলসহ ওমর ফারুক ও রাসেল ট্রাকের নিচে চলে যায়। পরে এলাকাবাসী এসে ওমর ফারুক ও রাসেলকে উদ্ধার করে নালিতাবাড়ী হাসপাতালে নিয়ে যায়। পরে আহত গুরুতর হওয়ায় ওমর ফারুককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় এবং রাসেলকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়।

এদিকে ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও পুলিশ এসে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তানভীর ইবনে কাদের বলেন, ওমর ফারুকের আঘাত গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অপর আরোহীকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়েছে।
নালিতাবাড়ী থানার সেকেন্ড অফিসার নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চালক পালিয়ে গেলেও ট্রাক জব্দ করে থানায় রাখা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
