শেরপুরের নকলা পৌরশহরে অবস্থিত নকলা শাহরিয়া ফাযিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। ১২ ও ১৩ জানুয়ারি রবি ও সোমবার মাদ্রাসা চত্বরে ওইসবের আয়োজন করে মাদ্রাসা কর্তৃপক্ষ।

শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতার মধ্যে ছিল দৌড়, বালিশ খেলা, গোলক নিক্ষেপ, বিস্কুট খেলা, লং জাম্প, সুইসুতা, অংক কষা, চামিচে মার্বেল খেলা, ধীর গতিতে সাইকেল চালানো এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্যে ছিল কোরআন তেলাওয়াত, হামদ ও নাত, আজান, কবিতা আবৃতি ও যেমন খুশি তেমন সাজ। মাদ্রাসার শিক্ষক শিক্ষক ও আমন্ত্রিত অতিথিদের জন্য ছিল আলাদা প্রতিযোগিতা।
শেষদিনে প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া পুরস্কার দেওয়া হয় প্রতি শ্রেণিতে বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী এবং একজন সর্বোচ্চ নম্বরধারী ও প্রতিক্লাসে একজন করে সর্বোচ্চ উপস্থিতিকে। পুরস্কার পান আমন্ত্রিত অতিথিরাও।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও মাদ্রাসার দাতা পরিবারের সদস্য জাহিদ হোসেন বাদশা।
আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মো. আজিজুল ইসলাম, সহকারি অধ্যপক নাজনীন আক্তার, খলিলুর রহমান, আব্দুল্লাহ আল কাউসার, শামীমা আক্তার, সিদ্দিক উল্লাহ ও মমিনুল ইসলাম, প্রভাষক আব্দুস সাত্তার, শারমিনা ইয়াসমিন, আব্দুল হালিম, হোসাইন আল মামুন, আব্দুল বারিক, শাহাদত হোসেন ও মল্লিক হোসেনসহ সকল শিক্ষক ও শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথি।
