ads

সোমবার , ৩০ ডিসেম্বর ২০২৪ | ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মহিউদ্দিন বিন্ জুবায়েদ; ইসলামি সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ৩০, ২০২৪ ৩:১৮ অপরাহ্ণ

নূরুল ইসলাম মনি

আমরা শেরপুর জেলার অনেকেই সাহিত্যচর্চা করি। সাহিত্য নিয়ে নাড়াচাড়া করি। ছড়া লিখি,কবিতা লিখি,গল্প উপন্যাস লিখি। কিন্তু এসবই হলো সেকুলার সাহিত্য। সেকুলার সাহিত্যের বাইরে ইসলামি সাহিত্যেরও যে বিরাট একটা জগত আছে তা আমরা উপলব্ধি করতে পারি না। তাই ইসলামিক বিষয় নিয়ে কিছু লিখি না।লিখার গরজ বোধ করি না।

Shamol Bangla Ads

আমার মনে হয় এর মূল কারণ হলো আমরা জেনারেল শিক্ষিতরা ইসলাম সম্পর্কে তেমন কিছু জানি না। ছিটাফোঁটা সামান্য যা জানি তা দিয়ে লেখালেখির কাজ চলে না। তাই আমরা এই দিকে মনোনিবেশ করি না।

জেনারেল লাইনে পড়াশোনা করার কারণে আমরা ছোটোবেলা থেকে সেকুলার সাহিত্যকেই সাহিত্য মনে করে এসেছি। এর বাইরে অন্য কিছুকে সাহিত্য মনে করার অভ্যাস গড়ে ওঠেনি।

Shamol Bangla Ads

ইসলামিক বিষয়ে যে সমস্ত বইপত্র বাজারে পাওয়া যায় সেগুলিকে আমরা গুরুত্ব দেই। দরকারি জিনিস মনে করি। কিন্তু সাহিত্য হিসাবে ভাবি না।এগুলি যে সাহিত্যের একটা বিশাল ভাণ্ডার এই কথা আমাদের মনে উদয় হয় না। যার ফলে আমরা আর ঐ দিকে নজর দেই না। অগ্রসর হই না।

কিন্তু আমাদের শেরপুরে এই পরিস্থিতির একমাত্র ব্যতিক্রম হলো কবি মহিউদ্দিন বিন্ জুবায়েদ। আমাদের সকলের প্রিয়ভাজন,সকলের ভালোবাসার পাত্র মহিউদ্দিন ভাই। আমি মনে করি শেরপুর জেলার ইসলামি সাহিত্যের স্বর্ণালি আকাশে তিনি এক উজ্জ্বল নক্ষত্র।

তিনি একাধারে কবি, ছড়াকার, কথা সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক, শিক্ষাবিদ, ধর্মীয় বক্তা, প্রজ্ঞাবান মুফাসসির এবং মসজিদের সম্মানিত খতিব ও জাঁদরেল ইমাম।

তিনি সেকুলার সাহিত্য এবং ইসলামি সাহিত্য দুটিতেই সমান পারদর্শী। এই দুই দিকেই তার লেখালেখির অত্যন্ত পাকা হাত রয়েছে।তিনি লিখেও চলেছেন অবিরাম।

তার কাব্যপ্রতিভার স্ফূরণ ঘটেছে নব্বইয়ের দশক থেকেই। তখন থেকে শুরু করে বর্তমান পর্যন্ত তিনি বলিষ্ঠ হাতে অবিরাম লিখে চলেছেন।

সেকুলার লাইনে তার লেখার উপজীব্য বিষয় গ্রাম্য জীবনের সুখদুঃখ, আশা আকাঙ্খা,আর্থ-সামাজিক ঘটনাবলী, চিরায়ত প্রেম বিরহ ইত্যাদি।

আর ইসলামি লাইনে তার লেখালেখির মূল ভিত্তি হলো কোরআন সুন্নাহ,ফিকহ শাস্ত্র এবং শরিয়তের অন্যান্য মৌলিক বিষয়াবলী।

তিনি বাংলা ১৩৮৭ সনের ১৭, আষাঢ় ইংরেজি ১৯৮০ সনের ৭ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার শেরপুর জেলার সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের মুহিম নগর চৈতনখিলা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আলহাজ্ব মৌলভী মোঃ জুবায়েদ উল্লাহ এবং মাতার নাম মরিয়ম বেগম।

১৯৯৭ সন থেকে তার লেখালেখির জীবন শুরু।অন্য সকলের মতো তারও প্রথম লেখা কবিতা। মূলত সেকুলার সাহিত্য দিয়েই তার শুভযাত্রা শুরু। মাত্র ১৭ বছর বয়সে কবিতার যে পটভুমি তার হৃদয়ে গ্রথিত হয়েছিলো সেটাই ডালপালা ছড়িয়ে বিশাল মহিরুহ রূপে শিকড় গেড়েছে তার কাব্য জগতে এবং দিনের পর দিন তা প্রসারিত হয়েছে বিদ্যুৎ গতিতে।

তার প্রথম লেখা কবিতার নাম ‘বৈশাখে‘। এই কবিতা লেখার পর তরতর করে এগিয়ে গিয়েছে তার কাব্যভাবনা এবং তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি কখনো।

তিনি কর্মজীবন শুরু করেছেন শিক্ষকতার মাধ্যমে। তার প্রথম কর্মস্থল নবারুণ পাবলিক স্কুল। সেখানে তিনি এক বছর শিক্ষকতা করেছেন।

তারপর সেখান থেকে এসে তিনি যোগ দিয়েছেন কৃষ্ণপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায়।সেখানে তিনি শিক্ষকতা করেছেন মোট আট বছর।পরবর্তীতে নিবন্ধন পরীক্ষা পাশের মাধ্যমে তিনি নিয়োগ পান কলসপাড় নঈমী দাখিল মাদ্রাসায়। এই মাদ্রাসাতেই তিনি বর্তমানে কর্মরত আছেন।তিনি একজন বিজ্ঞ শিক্ষক হিসাবে সুপরিচিত।

বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকতা এবং সাহিত্য সাধনার পাশাপাশি তিনি সম্পাদনার দায়িত্বও দক্ষতার সাথে পালন করেছেন। এই ক্ষেত্রে তিনি দীর্ঘদিন যাবৎ সম্পাদনা করে আসছেন চারটি সাহিত্য ম্যাগাজিন। সেগুলি হলোঃ-

১. দীপ্তি (সাহিত্য – সংস্কৃতি পত্রিকা)
২. সিঁড়ি (কবিতার কাগজ)
৩. মুহিমনগরের ট্রেন (সাহিত্য পত্রিকা)
৪. পাঠশালা (স্কুল মুখপত্র)

এছাড়াও বিভিন্ন দিবস উপলক্ষ্যে ভাঁজপত্রও সম্পাদনা করেছেন অনেকগুলি। সেগুলি হলোঃ

১. উত্তরণ
২. লাল সবুজের পতাকা
৩ .আর্তনাদ
৪. সূচনা ইত্যাদি ।

তিনি সাংবাদিক হিসাবে কয়েকটি পত্রিকার সাথেও জড়িত ছিলেন। সেগুলি হলোঃ-

১) সাপ্তাহিক দশকাহনীয়া
২) সাপ্তাহিক প্রিয়ভাষী
৩) দৈনিক স্বাধীন দেশ ইত্যাদি।

তিনি একসময় সাহিত্য সংস্কৃতি পত্রিকা “মাসিক ভোরের কলরব” এর সম্মানিত উপদেষ্টা ছিলেন। তিনি কয়েকটি সামাজিক প্রতিষ্ঠানেরও প্রতিষ্ঠাতা। সেগুলি হলোঃ-

১) কবি মহিউদ্দিন মডেল স্কুল
২) দীপ্তি ফার্মেসী
৩) মৌলভী জুবায়েদ উল্লাহ ফাউন্ডেশন

শিক্ষকতা, সাংবাদিকতা, সম্পাদনা এবং সাহিত্যচর্চার ফাঁকে ফাঁকে তিনি তার রচিত সাহিত্য সম্ভারকে সাজিয়ে গুছিয়ে গ্রন্থাকারেও প্রকাশ করেছেন। গ্রন্থ প্রকাশের ক্ষেত্রে তিনি শুধু শেরপুরে নয়, সমগ্র দেশেই শীর্ষস্থানের অধিকারী। এই পর্যন্ত তার প্রকাশিত গ্রন্থ একশত ছাড়িয়ে গেছে। সেগুলির মধ্যে জেনারেল বা সেকুলার সাহিত্যের গ্রন্থগুলি নিম্নরূপঃ-

১) বিয়ের পিঁড়িতে সুমি (২০০১)
২) পালকি ভরা গল্পগুচ্ছ (২০০১)
৩) শরৎ ঋতুর ভালবাসা (২০০২)
৪) ঝরা গোলাপের সৌরভ (২০০২)
৫) নারী (২০০৫)
৬) ঘাস ফড়িং (২০০৬)
৭) না জাগালে ছন্দ (২০০৭)
৮) বিদেশ ফেরত স্বামী ও স্ত্রীর ভালোবাসা (২০০৭)
৯) মেঠো গ্রাম (২০০৯)
১০) প্রবাল দ্বীপের হাতছানি (২০০৯)
১১) জীবন যেমন (২০১০)
১২) শেরপুর জেলার ইতিকথা ও দর্শনীয় স্থান (২০১১)
১৩) প্রেমের গল্প (২০১২)
১৪) সোনামণিদের ছড়া – ১ (২০১৩)
১৫) সোনামণিদের ছড়া- ২ (২০১৪)
১৬) ছড়া দিয়ে গড়বো এদেশ (২০১৮)
১৭) তোমাকে খুঁজে ফিরি চৈতালী হাওয়ায় (২০১৮)
১৮) ফুলে ফুলে সুবাসিত ভোর (২০১৮)
১৯) মজার মজার গল্প (২০১৮)
২০) প্রজাপতির রঙিন ডানা (২০১৯)
২১) ভোর হলো দোর খোল (২০১৯)
২২) জীবন সাথীর আত্মকথন (২০২৩),

তার রচিত এবং প্রকাশিত ইসলামি গ্রন্থগুলি নিম্নরূপঃ-

১) ছড়ায় ছন্দে হেরার জ্যোতি (২০০১)
২) আল্লাহর পরিচয়(২০১৯)
৩) পারিবারিক জীবন: নির্বাচিত ১০০হাদিস(২০২৩),
৪) শিশুদের জন্য ১০০হাদিস(২০২৩), ৫)সাহাবি সিরিজ : জান্নাতের মেহমান(২০২৩),
৬) স্বামী- স্ত্রী সম্পর্ক (২০২৩),
৭) মহানবির মুজেজা (২০২৪),
৮) ১৫ জন মুসলিম মহামনীষীর জীবনী(২০২৪),
৯) প্রচলিত কুসংস্কার (২০২৪),
১০) কুরআনের প্রতিটি দু’আর পেছনের গল্প (২০২৪),
১১) কুরআনুল কারীমের নিষিদ্ধ বিষয়সমূহকে না বলুন(২০২৪),
১২) জীবন্ত সালাত(২০২৪)
১৩) গল্পে মু’জিযা(২০২৪)
১৪) বসন্ত ছুঁয়েছে মন (২০২৪)
১৫) ১০ নবির বর্ণাঢ্য জীবন(২০২৪)
১৬) মেঘে ঢাকা সালাত(২০২৪ সম্পাদনা)
১৭) মুক্তি লাভের মন্ত্র খুঁজি(২০২৪)

এগুলি ছাড়া ২০২৫ সনের বইমেলায় প্রকাশের জন্য নিম্নলিখিত বইসমূহের যান্ত্রিক কাজ প্রায় শেষের পথে। যেমনঃ

এশিয়া পাবলিকেশন থেকেঃ-
১. ছোটদের নবি-রাসূল
২. আলোকিত মন আলোকিত মানুষ
৩. সন্তান গড়ার অভিনব কৌশল
৪. ছোটদের কুরআনের গল্প
৫. ছোটদের হাদিসের গল্প
৬. ফিলিস্তিন গণহত্যার শহর
৭. ইসলামিক অর্থব্যবস্থা
৮. রক্তক্ষয়ী ইসলামি যুদ্ধ
৯. মুমিন জীবনে আরেক ফাগুন
১০. জামায়াতে ইসলামী
১১. বৈষম্যবিরোধী আন্দোলন: ছাত্র-জনতার গণঅভ্যুত্থান-২০২৪

কাব্যগ্রন্থ প্রকাশনী থেকেঃ-
১২. দ্বীনের পথে এসো বোন।

কলি প্রকাশনী থেকেঃ-
১৩. বিষয়ভিত্তিক ৫০০ হাদিস
১৪. কুরানিক বয়ানে পরকাল

হাওলাদার প্রকাশনী থেকেঃ-
১৫. ইহুদি জাতির ইতিহাস

সালমান প্রকাশনী থেকেঃ-
১৬. আখিরাত চর্চা
১৭. আবেগ নয় বিবেককে কাজে লাগান
১৮.গল্পে আঁকা চার ইমাম
১৯. প্রেরণার নানা রঙ
২০. কাঁদলে গোনাহ মাফ হয়
২১. অভিশপ্ত ইহুদি জাতি

আদিত্য অনিক প্রকাশনী থেকেঃ-
২২. কবরের আযাব থেকে মুক্তির উপায়
২৩. রমযানে ইবাদাত-বন্দেগী
২৪. মাসয়ালা-মাসায়েলে সিয়াম

কারুবাক প্রকাশনী থেকেঃ-
২৫. মন ছুটে যায় কাবার কাছে

ঘাসফুল প্রকাশনী থেকেঃ-
২৬. গল্পে চার ইমাম।

দারুল ফুরকান প্রকাশনী থেকেঃ-
২৭. স্বপ্ন সুখের হাতছানি
২৮. দু’ফোটা অশ্রু
২৯. সত্য বলার ঈমানি তেজ
৩০. গর্বিত গোলাপ
৩১. শোয়াইবের লাল সাইকেল
৩২. যে ফুলের ঘ্রাণে মুগ্ধ জাহান

মাকতাবুল আযীয প্রকাশনী থেকেঃ-
৩৩. নসিহতের শবগুজারী

নুরুল কুরআন প্রকাশনী থেকেঃ-
৩৪. ভালোবাসার তরজমা
৩৫.কেউ কথা রাখেনি
৩৬. শয়তানের আবিষ্কার
৩৭. দাজ্জালি টেকনোলজি

এগুলি ছাড়াও তার অনেকগুলি যৌথ গ্রন্থ প্রকাশিত হয়েছে। সেগুলির তালিকা নিম্নরূপঃ
১. ভালোবাসার পংঙক্তিমালা (২০১৯)
২. জীবন ছোঁয়া (২০১৯)
৩. কবি (২০১৯)
৪. ছেঁড়া পালকের কাব্য (২০১৯)
৫. কবি উদ্যান (২০১৯)
৬. দুই বাংলার সমকালীন কবিতা (২০১৯)
৭. বাংলার রূপরেখা (২০১৯)
৮. বাতায়নে তার দেখা (২০১৯)
৯. বিষাদের জাল ( ২০১৯)
১০. শেরপুর গাঙচিলকণ্ঠ কবি ও কবিতা(২০২০)
১১. স্বপ্ন বিলাসী( ২০২২)
১২. কবি কোষ-১
১৩. কবি কোষ-২
১৪. ইসলামি কবিতা
১৫. সত্যবাণী(কবিতা)
১৬. হীরকচূর্ণ (গল্প) ইত্যাদি।

কবি মহিউদ্দিন বিন্ জুবায়েদ বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি মসজিদের মিম্বরে বসে হৃদয় শীতল করা বয়ান পেশ করতে পারেন। আবার সাহিত্য সভাতেও সমকালীন সাহিত্যের গতি প্রকৃতি নিয়ে চমৎকার আলোচনা করতে পারেন। ইসলামি জলসায় গুরুত্বপূর্ণ বক্তা হিসাবে তার কদর অনেক বেশি আবার শিক্ষক হিসাবেও তার সুনাম সর্বজন বিদীত। এক কথায় তিনি একের ভিতর সব। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

লেখক : কবি, ছড়াকার ও অবসরপ্রাপ্ত ব্যাংকার, শেরপুর।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!