ads

রবিবার , ২৯ ডিসেম্বর ২০২৪ | ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

খোরশেদ আলম, ঝিনাইগাতী
ডিসেম্বর ২৯, ২০২৪ ১১:৩৫ পূর্বাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৮ ডিসেম্বর শনিবার বিকেলে উপজেলা সদর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে পাইকুড়া এআর পি উচ্চ বিদ্যালয় মাঠে ওই সমাবেশের আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

সদর ইউনিয়ন কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন মকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির কুটির শিল্প বিষয়ক সম্পাদক মজিবুর রহমান চৌধুরী, জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেন, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন রঞ্জু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান, বিএনপি নেতা মিজানুর রহমান মিজান, সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম মাস্টার, ৮ ওয়ার্ড বিএনপির সভাপতি আতিউর রহমান, সদর ইউনিয়ন যুবদল নেতা ও সাবেক ইউপি সদস্য আসাদ প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক সুলতান মাহমুদ।

সমাবেশে বক্তারা কৃষকদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেন এবং তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন। নেতৃবৃন্দ জাতীয় পর্যায়ে কৃষি উন্নয়ন এবং কৃষকের অধিকার আদায়ের জন্য ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান। অনুষ্ঠানে কৃষক দলের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Shamol Bangla Ads

উল্লেখ্য, সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে ওই সমাবেশের আয়োজন করা হয়।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!