শেরপুরের নকলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দু’টি বীজ, কীটনাশক ও রাসায়নিক সারের দোকান থেকে জব্দ করা সরকারি কৃষি প্রণোদনার ৭১০ কেজি হাইব্রিড জাতের বোরো ধানবীজ কৃষকদের মাঝে বিতরণ করেছে নকলা উপজেলা প্রশাসন।

১৯ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ওই বিতরণ কাজে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র, সহকারি কমিশনার (ভূমি) জুয়েল মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাগর চন্দ্র দেসহ, উপসহকারি কৃষি কর্মকর্তা ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর রবিবার দুপুরে নকলা পৌরশহরের মেসার্স মেহেদী এন্টারপ্রাইজ ও মেসার্স শাহীন বীজ ভান্ডারে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) জুয়েল মিয়া। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাগর চন্দ্র দে।

অভিযানকালে মেসার্স মেহেদী এন্টারপ্রাইজ থেকে সরকারি কৃষি প্রণোদনার ৫৭ কেজি ও মেসার্স শাহীন বীজ ভান্ডার থেকে ৬৫৩ কেজি হাইব্রীড জাতের বোরোধানবীজ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে মেসার্স মেহেদী এন্টারপ্রাইজের মালিক মুনজুরুল হককে নগদ ১০ হাজার টাকা ও মেসার্স শাহীন বীজ ভান্ডারের মালিক নাছির উদ্দিনকে নগদ ২০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। অভিযানকালে মেসার্স শাহীন বীজ ভান্ডারের মালিক নাছির উদ্দিন ভ্রাম্যমান আদালতকে জানিয়েছিলেন সরকারি কৃষি প্রণোদনার এসব হাইব্রীড জাতের বোরোধানবীজ তিনি কিশোরগঞ্জের করিমগঞ্জ থেকে সংগ্রহ করেছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র জানান সরকারি কৃষি প্রণোদনার বীজ কৃষকদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হয়ে থাকে। এ বীজ বেঁচাকেনা করা গুরুতর অপরাধ। এ অপরাধে যারা অভিযুক্ত হবেন তাদেরকে অবশ্যই শাস্তি পেতে হবে।
