শেরপুর জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও শেরপুর-১ (সদর) আসনে জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ মু. রাশেদুল ইসলাম। ১০ ডিসেম্বর মঙ্গলবার রাতে শহরের খরমপুরস্থ নির্ঝর কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
![Shamol Bangla Ads](https://shamolbangla24.com/wp-content/uploads/2024/01/Ad-1-scaled.jpg)
ওই সময় হাফেজ মু. রাশেদুল ইসলাম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং ভবিষ্যতে শেরপুর জেলাকে এগিয়ে নিতে তার কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, বিগত ১৬ বছরের কুকর্মের জন্য পতিত হাসিনা সরকার ও তার দোসরদের বিচারের মুখোমুখি হতে হবে। আর ফ্যাসিবাদী শক্তি ও তাদের দোসরদের পুনর্বাসনেরও কোনো অবকাশ নেই। দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে নীতি-আদর্শের পার্থক্য থাকলেও জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তার স্বার্থে সব রাজনৈতিক দল ও জনগণ ঐক্যবদ্ধ।
রাশেদুল ইসলাম বলেন, ৫ তারিখ জালিম সরকার বিদায় নিয়েছে। আমরা এখন দেশটাকে গঠন করব। আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহযোগিতা করব। জামায়াতে ইসলামীর ওপর সবচেয়ে বেশি নিপীড়ন চালিয়েছিল জালিম আওয়ামী লীগ সরকার।
![Shamol Bangla Ads](https://shamolbangla24.com/wp-content/uploads/2024/01/Ad-2-scaled.jpg)
তিনি আরও বলেন, সংখ্যাগুরু সংখ্যালঘু বলে জাতিকে বিভক্ত করা যাবে না। দেশের মানুষকে যেকোনো মূল্যে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের অর্জন ধরে রাখতে হবে। দেশে-বিদেশে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার নানা অশুভ তৎপরতা অব্যাহত রয়েছে। আমরা সবাই মিলে এ দেশটাকে নতুন করে গড়ে তুলব। এসময় তিনি শেরপুর-১ (সদর) আসন হতে নির্বাচনে জামায়াতের প্রার্থিতার কথাও জানান দেন এবং শেরপুরের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও শিল্পখাতে উন্নয়নের জন্য সবার সহযোগিতা চান।
জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে ও শহর জামায়াতের নায়েবে আমীর মু. গোলাম কিবরিয়ার সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য আরো বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা।
অনুষ্ঠানে জেলা জামায়াত ও জেলা ছাত্রশিবিরের অন্যান্য নেতা-কর্মীগণসহ জেলায় কর্মরত অর্ধশত গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
![](https://shamolbangla24.com/wp-content/uploads/2023/11/final01.gif)