ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শুরুটা রাঙাতে পারেনি বাংলাদেশ। ব্যাটাররা ভালো একটা পুঁজি এনে দিলেও প্রথম ম্যাচে বোলাররা পারেননি জেতাতে। ফলে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ সিরিজে টিকে থাকার, যেখানে জয়ের নেই বিকল্প। বাংলাদেশ সময় আজ (মঙ্গলবার) রাত ৮টায় মাঠে নামবে দুই দল।
প্রথম ম্যাচে আগে ব্যাট করে ২৯৪ রানের পুঁজি পায় বাংলাদেশ। জবাব দিতে নেমে ১৪ বল এবং ৫ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। তাই দ্বিতীয় ম্যাচের একাদশে যে পরিবর্তন আসবে তা নিশ্চিতভাবেই বলা যায়। এই ম্যাচে টাইগার একাদশে দুটি পরিবর্তন দেখা যেতে পারে। সেটি হলো বোলিং লাইনআপে। নাহিদ রানা অথবা তানজিম হাসান সাকিবের জায়গায় দেখা যেতে পারে অভিজ্ঞ পেসার হাসান মাহমুদ কিংবা শরিফুল ইসলামকে। এর বাইরেও লেগস্পিনার রিশাদের জায়গায় নাসুম আহমেদের ফেরার সম্ভাবনা রয়েছে। ব্যাটিং লাইন আপে পরিবর্তন আনার সম্ভাবনা নেই বাংলাদেশের।
প্রথম ম্যাচ হারলেও বাংলাদেশকে প্রেরণা দিতে পারে এই তথ্য- ২০১৬ সাল থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ হারেনি তারা। এ সময় ঘরের মাঠে দু’টি এবং ক্যারিবীয় সফরে দু’টি সিরিজ জিতেছে তারা। তবে মঙ্গলবার হেরে গেলে সেই মাইলফলক হাতছাড়া হয়ে যাবে মিরাজদের।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলাম।