শেরপুর জেলা সংবাদাদাতা॥‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্য নিয়ে নানা কর্মসুচির মধ্য দিয়ে শেরপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ (৯ ডিসেম্বর সোমবার) সকালে মানববন্ধন, র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রথমে জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে কালেক্টরেট অঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই জায়গায় গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো: আমিনুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজা জেসমিনের সভাপিতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, দুর্নীনি দমন বিভাগের জামালপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো: কামরুজ্জামান। ওইসময় জেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির কর্মকর্তাগনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।