ads

রবিবার , ৮ ডিসেম্বর ২০২৪ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আল মামুনের ইন্তেকাল

বিশেষ প্রতিনিধি
ডিসেম্বর ৮, ২০২৪ ৮:০১ অপরাহ্ণ

শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আল মামুন (৫৪) আর নেই। তিনি ৭ ডিসেম্বর শনিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……….. রাজিউন)। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, ২ পুত্র, ৩ ভাইসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। এদিকে তার মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়লে জেলা শহর ও নিজ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Shamol Bangla Ads

রবিবার সকাল ১০টায় তার নিজ কর্মস্থল এটিআই মাঠে প্রথম নামাজে জানাজা ও বেলা আড়াইটায় গ্রামের বাড়ি শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা এলাকায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানা যায়, আল মামুন শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমী থেকে ১৯৮৭ সালে এস.এস.সি পরীক্ষায় ১ম বিভাগে বিজ্ঞানে উত্তীর্ণ হন। পরবর্তীতে বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়, ময়মনসিংহ থেকে কৃষিতে উচ্চতর ডিগ্রী অর্জন করে ২০ তম বিসিএস ক্যাডারে হিসেবে ওই প্রতিষ্ঠানে প্রভাষক পদে যোগদান করে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে রাঙ্গামাটি জেলার লংগদু ও বাঘাইছড়ি উপজেলায় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবং ডিটিও পদে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। তিনি সর্বশেষ শেরপুর এটিআই এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। তার স্ত্রী শাহানা আক্তার সাথী শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক এবং প্রাণী বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত রয়েছেন। তার ছোটভাই মোহাম্মদ আল মাহমুদ সিলেট পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন।

Shamol Bangla Ads

এদিকে আল মামুনের মৃত্যুতে এটিআই এর সাবেক অধ্যক্ষ মো. সাইফুল আজমসহ শেরপুরের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!