ads

রবিবার , ৮ ডিসেম্বর ২০২৪ | ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় দোকান থেকে সরকারি প্রণোদনার ৭১০ কেজি বোরো ধানবীজ জব্দ, অর্থদণ্ড

জাহাঙ্গীর হোসেন, নকলা
ডিসেম্বর ৮, ২০২৪ ৭:০২ অপরাহ্ণ

শেরপুরের নকলায় দু’টি বীজ, কীটনাশক ও রাসায়নিক সার বিক্রেতার দোকান থেকে সরকারি কৃষি প্রণোদনার ৭১০ কেজি বোরো ধানবীজ জব্দ ও দোকান মালিককে নগদ ৩০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। ৮ ডিসেম্বর রবিবার দুপুরে নকলা পৌর শহরের মেসার্স মেহেদী এন্টারপ্রাইজ ও মেসার্স শাহীন বীজ ভান্ডারে ওই অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়া।

Shamol Bangla Ads

অভিযানকালে মেসার্স মেহেদী এন্টারপ্রাইজ থেকে সরকারি কৃষি প্রণোদনার ৫৭ কেজি ও মেসার্স শাহীন বীজ ভান্ডার থেকে ৬৫৩ কেজি হাইব্রীড জাতের বোরো ধানবীজ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মেসার্স মেহেদী এন্টারপ্রাইজের মালিক মুনজুরুল হককে নগদ ১০ হাজার টাকা ও মেসার্স শাহীন বীজ ভান্ডারের মালিক নাছির উদ্দিনকে নগদ ২০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।

ওইসময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাগর চদ্র দেসহ সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ সদস্য ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়া জানান, সরকারি কৃষি প্রণোদনার বীজ ও সার নিয়ে কালোবাজারি করার কোন সুযোগ নেই। যারা এসব অপকর্ম করবে তাদের প্রত্যেককে শাস্তি পেতে হবে। জব্দকৃত সরকারি কৃষি প্রণোদনার বোরো ধানবীজ উপজেলা কৃষি কর্মকর্তার মাধ্যমে তালিকা করে প্রকৃত কৃষকদের মাঝে বিতরণ করা হবে বলেও জানান তিনি।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!