ads

শনিবার , ৭ ডিসেম্বর ২০২৪ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নরসিংদীতে দু’গ্রুপের সংঘর্ষে ২ ইউপি সদস্য নিহত

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ৭, ২০২৪ ৮:২৯ অপরাহ্ণ

নরসিংদীর রায়পুরাতে ২ গ্রুপের সংঘর্ষে দুইজন ইউপি সদস্য নিহত হয়েছেন। একই ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন। ৭ ডিসেম্বর শনিবার রায়পুরা উপজেলার চান্দেরকান্দ ইউনিয়নের মেথিকান্দা এলাকায় ওই ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

নিহতরা হলেন মানিক মিয়া (৫৫) চান্দেরকান্দি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ও কল্পনা বেগম (৩২) একই ইউনিয়নের সাবেক নারী ইউপি সদস্য।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে উপজেলা যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল ও রায়পুরা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি হারুন অর রশিদের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে সংঘর্ষে রুবেলের চাচা মানিক মিয়া পার্শ্ববর্তী চান্দেরকান্দি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার বশির উদ্দিনের বাড়িতে আশ্রয় নেয়। এ সময় হারুন অর রশিদের সমর্থকরা তাকে বশির উদ্দিনের উঠানে কুপিয়ে হত্যা করে বলে জানা যায়। এ ছাড়া কল্পনা বেগম গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

Shamol Bangla Ads

এ বিষয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার বলেন, বংশগত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ গ্রুপের সংঘর্ষ হয়েছে। ওই ঘটনায় ২ জন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছে। শনিবার সকালে রায়পুরার রুবেল গ্রুপ ও বাসেদ গ্রুপের মধ্যে সংঘর্ষটি ঘটে। ওই ঘটনায় আরও ১০ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আশপাশের অন্যান্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখনও কেউ এ ব্যাপারে লিখিত অভিযোগ দেয়নি।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!