ads

বুধবার , ৪ ডিসেম্বর ২০২৪ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আজ রাজনৈতিক দল, কাল ধর্মীয় নেতাদের সঙ্গে বসবেন প্রধান উপদেষ্টা

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ৪, ২০২৪ ১২:২৪ অপরাহ্ণ

জাতীয় ঐক্যের আহ্বান নিয়ে গতকাল মঙ্গলবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সন্ধ্যায় যমুনার ওই বৈঠক শেষে ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সাংবাদিকদের জানান, বৈঠকে তারা সরকারের কাছে ভারতের সঙ্গে আওয়ামী লীগের করা সব গোপন চুক্তি জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছেন। একই সঙ্গে বাণিজ্য হলে তা যেন হয় ন্যায্যতার ভিত্তিতে।

Shamol Bangla Ads

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অন্য কোনো ছাত্র সংগঠনের নেতা ছিলেন কিনা– সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, ‘গণঅভ্যুত্থানে সক্রিয় এমন আরও কয়েক নেতা ছিলেন।’ তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকারকে ভারতের স্বার্থে পরিচালিত বিভিন্ন প্রকল্পের কার্যক্রম স্থগিত, আন্তঃনদীর পানির সুষম বণ্টনে কার্যকর উদ্যোগ, সীমান্তে হত্যাকাণ্ড বন্ধে কঠোর পদক্ষেপ, ফেলানীসহ সীমান্তে হত্যাকাণ্ডের বিচার ও ভারতের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কের ক্ষেত্রে জনকল্যাণমূলক নীতি গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানিয়েছি।’
তিনি আরও বলেন, ‘ভারতের জনগণের সঙ্গে বাংলাদেশিদের কোনো বিভেদ নেই। ভারতীয় মিডিয়া বাংলাদেশকে ভুলভাবে উপস্থাপন করছে। আওয়ামী লীগই শুধু সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা করে– এটি ভারত সরকারের ভুল ধারণা।’

এর আগে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, জাতীয় ঐক্যের আহ্বান নিয়ে ছাত্রনেতা, রাজনৈতিক দল ও ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এর মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় ছাত্রনেতাদের সঙ্গে, বুধবার প্রধান রাজনৈতিক দলগুলোর নেতা এবং পরদিন ধর্মীয় নেতাদের সঙ্গে এ বৈঠক হবে। এতে সরকারের উপদেষ্টারা অংশ নেবেন। পরে রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপি জানিয়েছে, বুধবার বিকেল ৪টায় প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে অংশ নেবেন ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।

Shamol Bangla Ads

ব্রিফিংয়ে প্রেস সচিব আরও বলেন, ‘ইদানীং আমরা কিছু ঘটনা নিয়ে অপতথ্য ছড়ানোর প্রয়াস দেখছি। ভারতের গণমাধ্যম খুব আক্রমণাত্মকভাবে কাজগুলো করছে। এটি ঠেকাতে আমাদের জাতীয় ঐক্য তৈরি করতে হবে। এর পর বলতে হবে, তোমরা (ভারত) আসো, দেখ কী হচ্ছে? একই সঙ্গে আমাদের জাতীয় ঐক্য ধরে রাখা খুব জরুরি। কারণ, এখানে আমাদের দেশের সুনামের প্রশ্ন আছে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এ অপতথ্যের বিরুদ্ধে প্রচার অভিযান চালাতে হবে।’

শিক্ষার্থীদের প্রধান উপদেষ্টা বলেন, খুচরাভাবে কয়েক শিক্ষার্থীর সঙ্গে আগে দেখা হয়েছে। আজ অনেকের সঙ্গে দেখা হলো, ভালো হলো। তোমরা সরকারের কাছে কী চাচ্ছো, আশাগুলো কী, পরামর্শ আছে কিনা– এটি জানতে চাওয়া। তোমরা রাষ্ট্রের অভিভাবক; তোমাদের কারণেই রাষ্ট্র– এ ভূমিকা ভুলে যেও না। তোমাদের দায়িত্ব আছে রাষ্ট্র যেন ঠিক পথে চলে, যেন বিচ্যুত না হয়।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ প্রসঙ্গে শিক্ষার্থীদের পরামর্শকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, কতগুলো লোক বাজারমূল্য কবজা করে থাকবে, সেটি হতে পারে না। আমরা চেষ্টা করছি, দ্রব্যমূল্য ঠিক রাখার। রমজানেও সর্বোচ্চ উদ্যোগ নিতে হবে। তিনি আরও বলেন, জুলাইয়ের শহীদদের অবদান আমরা ভুলব না। তাদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হবে। শিক্ষাক্ষেত্রে সংস্কার প্রয়োজন– শিক্ষার্থীদের এমন পরামর্শ প্রসঙ্গে ড. ইউনূস বলেন, শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে দিয়ে গেছে। দেশে কেউ যেন শিক্ষিত না হয়ে উঠতে পারে, দক্ষ হয়ে উঠতে না পারে, সে জন্য পরিকল্পিতভাবে এটি হয়েছে। এটি ঠিক করতে হবে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!