এবার শেরপুরসহ ময়মনসিংহ বিভাগে সৃষ্ট ভয়াবহ বন্যায় বাস্তুহারা হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। গ্রামের পর গ্রাম বন্যার পানিতে তলিয়ে গিয়েছিল। বন্যার পানিতে অনেক মানুষের প্রাণহানিও ঘটেছে। এ বছরের বন্যা পূর্ববর্তী কয়েক বছরের তুলনায় অনেক বেশি ভয়ঙ্কর আকার ধারণ করেছিল। ফলে বন্যা কবলিত এলাকায় মানুষের ভোগান্তি পৌঁছেছে চরম পর্যায়ে।
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তার জন্য দক্ষিণ কোরিয়ার সংস্থা গুডপিপল ইন্টারন্যাশনাল (Goodpeople International) সম্প্রতি ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার নকলা ও নালিতাবাড়ী এবং নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায় ২ হাজার ৪শ পরিবারের মাঝে খাদ্যসহায়তা ও শীতের কম্বল বিতরণ করেছে।
গুডপিপল ইন্টারন্যাশনাল স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট এলাকার স্বেচ্ছাসেবীদের মাধ্যমে সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে এসব ত্রাণসামগ্রী বন্যার্তদের হাতে পৌঁছে দিয়েছে। সংশ্লিষ্ট এলাকার স্থানীয়দের সহায়তায় জরিপকার্য পরিচালনা করে প্রকৃত বন্যার্ত অসহায়দের টোকেন বন্টন পদ্ধতিতে সহায়তাপণ্য বিতরণ করা হয়।
সহায়তার মধ্যে ছিল ১০ কেজি চাল, ১ লিটার সয়াবিন তেল, ২ কেজি লবন, ২ কেজি ডাল, ১ প্যাকেট গুড়োদুধ, ২ কেজি চিড়া, ১ বাক্স খাওয়ার স্যালাইন ও শীতের কম্বল।