অক্টোবর মাসে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম দক্ষতার সঙ্গে সম্পাদনের জন্য বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আশরাফুল আলম রাসেল। ২৮ নভেম্বর বৃহস্পতিবার সকালে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল ওই তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে ইউএনও মো. আশরাফুল আলম রাসেল ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হওয়ায় ঝিনাইগাতীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে পাচ্ছেন অফুরন্ত শ্রদ্ধা ও ভালোবাসা।
জানতে চাইলে ইউএনও মো. আশরাফুল আলম রাসেল বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে আমি টিম লিডার হিসেবে কাজ করছি। শ্রেষ্ঠ ইউএনওর স্বীকৃতি পেয়ে আমি আনন্দিত।
তিনি আরও বলেন, মূলত এ কাজে শ্রম দিচ্ছেন ইউপি চেয়ারম্যান, সচিব, ইউপি সদস্য, স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারী, গ্রাম পুলিশ ও উদ্যোক্তারা। এ জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি চাই, এ উপজেলায় যেকোন কাজের মান আরও ভালো হোক। আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি।