বৃহস্পতিবার , ২৮ নভেম্বর ২০২৪ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইনস্টাগ্রাম মেসেজে লাইভ লোকেশন ও ডাকনাম ফিচার

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২৮, ২০২৪ ১:০২ অপরাহ্ণ

ইনস্টাগ্রামের ডিএম বা ডিফল্ট মেসেজের জন্য কয়েকটি নতুন ফিচার যুক্ত করেছে মেটা। সর্বশেষ আপডেটটির মাধ্যমে ব্যবহারকারীরা চ্যাট কাস্টমাইজ করতে পারবে। এখন ডিফল্ট মেসেজে ডাকনাম যুক্ত করা যাবে এবং এমনকি একটি হোয়াটসঅ্যাপ ও স্ন্যাপচ্যাটের মতো লোকেশন শেয়ারিং ফিচারও চালু করা হয়েছে। লোকেশন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের অবস্থান প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে পারবেন বা ভিড়ের মধ্যে তাদের অনুসরণ করতে পারবেন। সেই সঙ্গে মেসেজের জন্য ১৭টি নতুন স্টিকার প্যাকও যুক্ত করা হয়েছে।

Shamol Bangla Ads

ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা ঘোষণা করেছে, এই আপডেটগুলো ব্যবহারকারীদের একে অপরের সঙ্গে আরও সৃজনশীলভাবে সংযুক্ত হতে এবং নিজেদের প্রকাশ করার সুযোগ দেবে।

লোকেশন শেয়ারিং: ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা এখন তাদের লাইভ লোকেশন এক ঘণ্টা পর্যন্ত শেয়ার করতে পারবেন। এই ফিচারের মাধ্যমে মানচিত্রে কোনো অবস্থান পিন করা যাবে। এর ফলে ডিএম এর মাধ্যমে ব্যবহারকারীদের কার্যক্রম সমন্বয় করা যায়, অথবা ভিড়ের মধ্যে একে অপরকে খুঁজে পাওয়া যাবে। এই ফিচারটি কনসার্ট, একসঙ্গে ঘুরতে যাওয়া, বা গ্রুপ ইভেন্টগুলোর জন্য আদর্শ। এটি ব্যবহারকারীদের একসঙ্গে আরও সময় কাটাতে সাহায্য করবে। এক ঘণ্টা পর্যন্ত নতুন লোকেশন শেয়ারের ফিচারটি চালু থাকবে। আর এটি শুধু প্রাইভেট মেসেজে থাকা চেনাজানা লোকদের কাছেই দেখাবে। আর নির্ধারিত চ্যাট বক্সের বাইরের কারও কাছেও ফরওয়ার্ড করা যাবে না।

Shamol Bangla Ads

এটি ডিফল্টভাবে বন্ধ থাকবে এবং শুধুমাত্র নির্দিষ্ট চ্যাটে থাকা সদস্যরাই লোকেশনটি দেখতে পারবেন।

ব্যবহারকারীরা চ্যাটের ওপরের অংশে একটি ইন্ডিকেটর বা নির্দেশক দেখতে পাবেন। নির্দেশকটি ব্যবহারকারীদের স্মরণ করিয়ে দেবে যে, তারা তাদের লোকেশন শেয়ার করছেন। যেকোনো সময় লোকেশন শেয়ারিং বন্ধ করা যেতে পারে। তবে এটি গুরুত্বপূর্ণ যে, লোকেশন তথ্য শুধুমাত্র পরিচিত ব্যক্তিদের সঙ্গে শেয়ার করা উচিত। তবে বর্তমানে এই ফিচারটি নির্দিষ্ট কিছু দেশে ব্যবহার করা যাবে। পর্যায়ক্রমে বিভিন্ন দেশে ফিচারটি চালু করা হবে ধারণা করা হচ্ছে।

ইনস্টাগ্রাম ডিএম ডাকনাম: ব্যবহারকারীরা এখন তাদের বন্ধু, পরিবারদের সদস্য বা অন্য কোনো পরিচিত ব্যক্তিদের ডাকনাম রাখতে পারবে। ডাকনামের মাধ্যমে ডিএমগুলো কাস্টমাইজ করতে পারবেন। বন্ধুদের হাসানোর জন্য বা দীর্ঘ ইউজারনেম সহজে চিনতে সাহায্য করবে ডাকনাম ফিচারটি। ডাকনামটি শুধুমাত্র ডিএম চ্যাটে দেখানো হবে এবং এটি ইনস্টাগ্রামে অন্য কোথাও ইউজারনেম পরিবর্তন করবে না। ডাকনামগুলোর ওপর ব্যবহারকারীদের পুরোপুরি নিয়ন্ত্রণ থাকবে এবং তারা যে কোনো সময় তা পরিবর্তন করতে পারবেন। এ ছাড়া কে তাদের ডাকনাম চ্যাটে পরিবর্তন করতে পারবে তা তারা নির্দিষ্ট করতে পারবেন। ডাকনাম তৈরি করতে ব্যবহারকারীরা চ্যাটের ওপরের নামের ওপর ট্যাপ করতে হবে, তারপর ‘নিকনেম’ নির্বাচন করতে হবে এবং যাকে ডাকনাম দিতে চান তাকে বেছে নিতে হবে।

মেসেজের জন্য নতুন স্টিকার: ইনস্টাগ্রামে ১৭টি নতুন স্টিকার প্যাক এবং ৩০০ টিরও বেশি নতুন স্টিকার যুক্ত করা হয়েছে। ব্যবহারকারীরা এখন ডিএম–এ আরও সৃজনশীলভাবে নিজেদের প্রকাশ করতে পারবেন। স্টিকারগুলো বিভিন্ন অনুভূতি প্রকাশ করতে বা মজাদার রিলসের প্রতিক্রিয়া জানাতে সাহায্য করবে। এ ছাড়া, ব্যবহারকারীরা এখন চ্যাটে শেয়ার করা স্টিকারগুলো পছন্দ করে রাখতে পারবেন, যাতে তারা সহজেই বন্ধুদের কাছ থেকে বা নিজের তৈরি করা স্টিকারগুলো পুনরায় ব্যবহার করতে পারেন। তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!