ওয়েস্ট ইন্ডিজের রান চাপা পড়েছিল বাংলাদেশ। প্রথম ইনিংসে ৯ উইকেট হারিয়ে ৪৫০ রান তুলে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। জবাবে ১৬৬ রানে ৬ উইকেট হারিয়ে ফলোঅনের শঙ্কায় পড়ে বাংলাদেশ। জাকের-তাইজুলরা ওই শঙ্কা কাটান। ৯ উইকেটে ২৬৯ রান তুলে তৃতীয় দিন শেষ করে বাংলাদেশ। প্রথম ইনিংসে মেহেদী মিরাজরা পিছিয়ে ছিলেন ১৮১ রানে।
ওই রান নিয়েই চতুর্থ দিন সকালে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতে ৩ উইকেটও হারিয়েছে স্বাগতিকরা। ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে ১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪০ রান করেছে। ক্রিজে আছেন কেভাম হগ ও আলিস আথনজে। ক্যারিবীয়রা ২২১ রানের লিড নিয়েছে।
এর আগে বাংলাদেশের হয়ে মুমিনুল হক ১১৬ বলে ৫০ রান করে আউট হন। লিটন দাসের ব্যাট থেকে ৪০ রান আসে। জাকের আলী ৫৩ রান যোগ করেন। এছাড়া মিরাজ ২৩ ও তাইজুল ২৫ রান করেন। সেট হয়ে ফিরে যান শাহাদাত হোসেন, জাকির হাসানরাও।
প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের জাস্টিন গ্রেভার্স ১১৫ রানের হার না মানা ইনিংস খেলেন। মাইকেল লুইস ৯৭ ও আলিক আথানজে ৯০ রান করে সাজঘরে ফিরে যান।