এবার দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও বিভিন্ন ম্যারাথনে দৌড়াচ্ছেন শেরপুর রানার্স কমিউনিটির প্রতিষ্ঠাতা আল আমিন সেলিম। সম্প্রতি থাইল্যাণ্ডের রাজধানী ব্যাংককের মাটিতে বাংলাদেশের পতাকা উড়িয়েছেন শেরপুরের দৌড়বিদ আল আমিন সেলিম। ব্যাংকক ম্যারাথন ৪২.১৯৫ (ফুল ম্যারাথন) সফলভাবে শেষ করেছেন তিনি। ব্যাংকক ম্যারাথনে অতিরিক্ত গরম থাকার পরও ওই চ্যালেঞ্জ সুস্থভাবেই অতিক্রম করেছেন তিনি।
জানা গেছে, শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের গজারীকুড়া এলাকায় বাসিন্দা আল আমিন সেলিম পেশায় একজন বস্ত্র প্রকৌশলী। একটি চাইনিজ বহুজাতিক প্রতিষ্ঠানের কান্ট্রি ম্যানেজার হিসেবে কর্মরত থাকলেও তার কর্মস্থলের পরিচয়ের চেয়ে একজন ক্রীড়াবিদ হিসাবে পরিচয় দিতেই বেশি ভালবাসেন তিনি। ম্যারাথনকে দেশের আনাচে-আনাচে ছড়িয়ে দিতে গড়ে তুলেছেন শেরপুর রানার্স কমিউনিটি এবং উত্তরা ফ্যালকন ক্লাব। রানিং এর পাশাপাশি ক্রিকেটকেও ধারণ করেন অন্তরে। নিয়মিত খেলার পাশাপাশি বিভিন্ন খেলাধুলার আয়োজন করে যাচ্ছেন তিনি।
এখন পর্যন্ত সেলিম শমশেরনগর আলট্রা (৫০ কি:মি:), কলকাতা-২৫ কিমি ম্যারাথন, এলিট ম্যারাথন কক্সবাজার, সেইলর চট্টগ্রাম ২৫ কিমি ম্যারাথন, শ্রীপুর হাফ ম্যারাথন, মেগাসিটি হাফ ম্যারাথন, বিমান হাফ ম্যারাথন, ইন্সপাইরিং বাংলাদেশ ইনডিপেনডেন্স ম্যারাথনসহ দেশ ও বিদেশের বিভিন্ন ইভেন্ট সফলভাবে শেষ করেছেন। এসব ইভেন্টে নিজ জেলা শেরপুরের প্রতিনিধিত্ব করেছেন বাংলাদেশের প্রতিটি রানিং কমিউনিটিতে। শেরপুরে তার হাত ধরেই ‘শেরপুর ১০ কি: মি: রান’ ইভেন্টের সফল আয়োজন হয়েছিল ২০২৩ সালে। যেখানে দেশের খ্যাতিমান দৌড়বিদগণসহ মোট ৫৫০ জন দৌড়বিদ অংশগ্রহণ করেছিলেন। ২০২৫ সালে ‘শেরপুর হাফ ম্যারাথন’ আয়োজনের প্রস্তুতিও বলে জানিয়েছেন তিনি।
আল আমিন সেলিম জানান, আমরা খেলা বলতে শুধু ক্রিকেট-ফুটবলকেই বুঝি। তবে এই দুই খেলার বাহিরেও যে অনেকভাবে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা যায়, পাশাপাশি নিজেকে সুস্থ রাখা যায় সেই জায়গাগুলো নিয়েও আমাদের ভাবতে হবে। সেটা হতে পারে সাঁতার, দৌড়, সাইক্লিং, হাইকিং, স্কেটিং, বক্সিং এর মতো খেলাধুলাগুলো।
তিনি আরও বলেন, সুস্থতা হচ্ছে সৃষ্টিকর্তার বড় নিয়ামত, সুস্থ থাকতে চাইলে নিয়মিত শরীরচর্চার বিকল্প নেই, পাশাপাশি খাদ্যাভাস ও অত্যন্ত জরুরি। শরীরচর্চা এবং স্বাস্থ্যকর খাদ্যাভাস একটি আরেকটির পরিপূরক, একটি কে রেখে আরেকটি সম্ভব নয়। সুস্থ দেহ মানেই সুস্থ মন আর সুস্থ চিন্তা। সুস্থ চিন্তা দিয়ে আমরা আমাদের দেশকে অনেক দূর এগিয়ে নেবো।