শেরপুরে গ্রাম পুলিশ বাহিনীর বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। ২১ নভেম্বর বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ওই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। ওইসময় তিনি বলেন, নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হলে আপনাদের মানোন্নয়ন প্রয়োজন। আর তাই গ্রামপুলিশের সক্ষমতা বাড়ানোর জন্য এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
ওইসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব-উল-আহসানসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ ও প্রশিক্ষণার্থী গ্রাম পুলিশগণ উপস্থিত ছিলেন।
মাসব্যাপী এ প্রশিক্ষণে ৪০ জন গ্রাম পুলিশ অংশগ্রহণ করেন।