বুধবার , ২০ নভেম্বর ২০২৪ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পরমাণু বোমা হামলা থেকে বাচঁতে আশ্রয়কেন্দ্র বানাচ্ছে রাশিয়া

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২০, ২০২৪ ২:২১ অপরাহ্ণ

পরমাণু বোমা থেকে বাঁচতে রাশিয়া ভ্রাম্যমাণ আশ্রয় কেন্দ্র ‘কিউবি-এম’ তৈরী করছে। এ আশ্রয়কেন্দ্র পারমাণবিক বোমার বিস্ফোরণের শকওয়েভ ও তেজস্ক্রিয়তাসহ বিভিন্ন হুমকি থেকে ৪৮ ঘণ্টা পর্যন্ত সুরক্ষা দিতে সক্ষম। এদিকে গতকাল মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহারের জন্য আইন আরও শিথিল করেছে। ২০ নভেম্বর বুধবার এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম রয়টার্স।

Shamol Bangla Ads

রাশিয়ার জরুরি মন্ত্রণালয়ের গবেষণা প্রতিষ্ঠান জানিয়েছে, প্রাকৃতিক, মানবসৃষ্ট, বোমার বিস্ফোরণ, ভবনের ধ্বংসাবশেষ, বিপজ্জনক রাসায়নিক এবং অগ্নিকাণ্ড থেকে সুরক্ষা দেবে এ আশ্রয়কেন্দ্র।

জানা গেছে, ‘কিউবি-এম’ আশ্রয়কেন্দ্র দেখতে একটি শক্তিশালী শিপিং কন্টেইনারের মতো। এতে দুটি রুম রয়েছে- একটি রুমে ৫৪ জন মানুষ থাকতে পারবে। অন্য রুমে প্রযুক্তিগত যন্ত্রপাতি রাখা হবে। এছাড়া এ আশ্রয়কেন্দ্রে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত সুবিধা যোগ করা যাবে।

Shamol Bangla Ads

এদিকে রাশিয়া তাদের এই পদক্ষেপের ব্যাপারে স্পষ্ট করেনি। তবে, রাশিয়া এমন সময় এই আশ্রয়কেন্দ্র তৈরী করছে, যখন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে মার্কিন দূর পাল্লার ক্ষেপণাস্ত্র রাশিয়ার ভূখন্ডে হামলার অনুমতি দেন। এতে মার্কিন এই সিদ্ধান্তকে ‘দায়িত্বজ্ঞানহীন’ আখ্যা দিয়ে হুঁশিয়ার করেছে।

এইদিকে গবেষণা প্রতিষ্ঠান জানিয়েছে, মোবাইল আশ্রয়কেন্দ্র একটি বহুমুখী কাঠামো, যা প্রাকৃতিক দুর্যোগ ও মানবসৃষ্ট বিপদ থেকে মানুষকে সুরক্ষা দেয়। এটি নাগরিকদের নিরাপত্তা উন্নত করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এটি সহজেই ট্রাকে পরিবহনযোগ্য এবং পানীয় জলের সংযোগের উপযোগী। এমনকি রাশিয়ার বিশাল উত্তরাঞ্চলের তুষারাচ্ছন্ন এলাকাতেও এটি স্থাপন করা সম্ভব বলে প্রতিষ্টানটি উল্লেখ করেছে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!