বুধবার , ২০ নভেম্বর ২০২৪ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নিজ ক্যাম্পাসে ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় জাবি শিক্ষার্থী নিহত

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২০, ২০২৪ ২:০১ অপরাহ্ণ

বেপরোয়া ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় ক্যাম্পাসের অভ্যন্তরে প্রাণ গেল আফসানা করিম রাচি নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীর। তিনি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৫৩ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ১৯ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে ওই দুর্ঘটনা ঘটে। আফসানা জাবির মার্কেটিং বিভাগের শিক্ষার্থী এবং বেগম খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষার্থী। সে শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের চকবড়ইগাছি গ্রামের রেজাউল করিমের মেয়ে।

Shamol Bangla Ads

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে মেয়েটি রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী রিকশা তাকে ধাক্কা দেয় এবং সে গাছের ওপর আছড়ে পড়ে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জাবি মেডিক্যালে নিয়ে গেলে মেডিক্যাল সেন্টারের চিকিৎসক তাকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাভার এনাম মেডিক্যাল কলেজের কর্তব্যরত চিকিৎসক ডা. রাকিব আল মাহমুদ শুভ বলেন, আমরা যখন পেয়েছি তখন চোখের মনি ফিক্সড ছিল। তার হার্টবিট পাইনি, আমরা সঙ্গে সঙ্গে ইসিজি করি। তার বুকের ওপর ভারী আঘাতের কালচে চিহ্ন ছিল।

Shamol Bangla Ads

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সোহেল আহমেদ বলেন, ‘যে রিকশা ধাক্কা দিয়েছে সেই রিকশাটিকে চিহ্নিত করা গেছে।যদিও চালককে এখনো ধরা যায়নি। আমরা নির্দেশ দিয়েছি অবৈধ রিকশাগুলোকে দ্রুত সময়ের মধ্যে আটক করতে।’

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!