শেরপুরের ঝিনাইগাতী সদর বাজারে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ধান বীজ বিক্রির অপরাধে কৃষি বিতানের মালিক সিরাজুল হক মোল্লাকে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। ১৯ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিক।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ঝিনাইগাতী সদর বাজারের মের্সাস কৃষি বিতানের মালিক সিরাজুল হক মোল্লা বেসরকারি কোম্পানি বায়ারের ডিলার হিসেবে এজেড এসটি-৬৪৫৩ জাতের বীজ গুদামজাত করেন। যা কোম্পানির নির্ধারিত বিক্রয় মূল্য ৬৪০টাকা। কিন্তু ওই ব্যবসায়ী নির্ধারিত মূল্যের চেয়ে দেড় থেকে দু’শত টাকা বেশী নেয়ায় বিষয়টি উপজেলা প্রশাসনের দৃষ্টিগোচর হয়। এছাড়া তার কাছে আর কোন বীজ নেই বলে ভ্রাম্যমাণ আদালতকে জানায়। পরে ভ্রাম্যমাণ আদালত ওই ব্যবসায়ীর গুদাম ঘর তল্লাশি করে প্রায় সাড়ে তিন হাজার কেজি ধান বীজ মজুদ পায়।
ফলে তথ্য গোপন রাখা এবং অতিরিক্ত দামে ধান বীজ বিক্রির অপরাধে কৃষি বিতানের মালিক সিরাজুল হক মোল্লাকে ভুক্তা অধিকার আইন ২০০৯ এর ৫৩ (ক) দ্বারা মোতাবেক ৫হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। ওইসময় উপজেলা কৃষি কর্মকর্তা ফরহাদ হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিক জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।