বুধবার , ২০ নভেম্বর ২০২৪ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অভিনেতা না হলে কী হতেন শাহরুখ? জানালেন নিজেই

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২০, ২০২৪ ২:২৯ অপরাহ্ণ

বলিউড বাদশা শাহরুখ খানের জনপ্রিয়তা বিশ্বব্যাপী। তার রোমান্টিক থেকে অ্যাকশন ফিল্ম, সব ধরনের চরিত্রেই তিনি জাদু দেখিয়েছেন। কিন্তু জানেন কি? অভিনয় জগতে পা রাখার আগে শাহরুখ খানের অন্য কিছু হওয়া স্বপ্ন ছিল। শাহরুখ খান যদি অভিনেতা না হতেন, তাহলে কী হতেন? সম্প্রতি এমনই এক প্রশ্নের উত্তর দিলেন অভিনেতা নিজেই।

Shamol Bangla Ads

সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত এক সামিটে শাহরুখ খান তার জীবনের অতীতের কথা শেয়ার করেন। অভিনেতা জানিয়েছেন, অভিনয়ে আসার আগে তার একটি অন্য পেশার পরিকল্পনা ছিল।

কিং খান জানিয়েছেন, তিনি বিজ্ঞানী হতে চেয়েছিলেন এবং সেই অনুযায়ী পড়াশোনা করছিলেন। শাহরুখ বলেন, ‘আমি বিজ্ঞানী হওয়ার জন্য পড়াশোনা করছিলাম, কিন্তু সে সময়ের পরেই আমার জীবন ঘুরে গেল। আমি একজন অর্থনীতিবিদ হতে চেয়েছিলাম, তারপর গণযোগাযোগ (মাস কমিউনিকেশন) শিখলাম। ’

Shamol Bangla Ads

অভিনয়ে আসার সময়ের কথা বলতে গিয়ে শাহরুখ বলেন, টেলিভিশন তখন ভারতে নতুন এসেছে, আর আমি তখন ১৫০০ টাকা পাচ্ছিলাম, যা সেই সময়ে একটা বিশাল পরিমাণ ছিল। একদিন আমি স্কুটারে করে বাড়ি ফেরার সময় দুজন ভদ্র মহিলাকে দেখলাম। তারা আমাকে দেখে চিৎকার করতে শুরু করল। ওদের খুশি দেখে মনে মনে বললাম, ‘এই তো, আমাকে করতে হবে!’

শাহরুখ খান আরও জানান, সেই মুহূর্তে তিনি ঠিক বুঝতে পারলেন, মানুষকে খুশি করার জন্যই তার অভিনয়ে আসা উচিত ছিল। শাহরুখ বলেন, আমি মানুষকে খুশি করতে চাই, আর সেজন্যই আমি অভিনেতা হয়েছি।

তার এই খোলামেলা মন্তব্য থেকে পরিষ্কার হয়ে যায় যে তার অভিনয়ের প্রতি ভালোবাসা এবং মানুষের মধ্যে আনন্দ ছড়ানোর ইচ্ছাই তাকে সিনেমা জগতে নিয়ে এসেছে।

শাহরুখ খান তার সুপারস্টার ইমেজ নিয়েও কথা বলেছেন। তিনি বলেন, আমি খুব পরিষ্কার যে আমি আমার ইমেজের জন্য কঠোর পরিশ্রম করি। আমার কাজ, আমার চরিত্র এবং আমার প্রতি দর্শকদের ভালোবাসাই এই ইমেজ তৈরি করেছে।

উল্লেখ্য, তার পরবর্তী ছবি ‘বাদশা’ নিয়েও উত্তেজনা চলছে। এই ছবিতে শাহরুখ খানের সঙ্গে অভিনয় করছেন তার মেয়ে সুহানা খান, যা ভক্তদের কাছে আরও একটি বিশেষ আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!