২০২৪-২৫ অর্থবছরে দেশের মধ্য ও উত্তর অঞ্চলে অতিবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকায় রবি মৌসুমে শাকসবজি ও সরিষা ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে শেরপুরের শ্রীবরদীতে ক্ষুদ্র-প্রান্তিক কৃষকদের মাঝে পুনর্বাসন কর্মসূচীর আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
১৮ নভেম্বর সোমবার দুপুরে উপজেলার উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষি অফিস চত্বরের বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবরিনা আফরিন। ওইসময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইয়াসিন আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেনসহ কৃষক-কৃষাণিরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিস জানায়, উপজেলার ৫ হাজার ২৫০ জন কৃষকের মাঝে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি ও ৩ হাজার ২শ কৃষকের মাঝে ৮ ধরেনর সবজি বীজ বিতরণ করা হবে।