শেরপুরে দীপ্ত টেলিভিশনের ৯ বছর পূর্তি উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ নভেম্বর সোমবার বিকেলে শহরের খরমপুরে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট কলামিষ্ট-আলোচক ও শেরপুর প্রেসক্লাবের সভাপতি, এনটিভি প্রতিনিধি কাকন রেজা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দীপ্ত টিভির শেরপুর জেলা প্রতিনিধি মঞ্জুরুল আহসান। শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি আব্দুর রফিক মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাসুদ হাসান বাদল, সিনিয়র সহ-সভাপতি, আরটিভি প্রতিনিধি মুগনিউর রহমান মনি, যুগ্ম সাধারণ সম্পাদক এসএ টিভি প্রতিনিধি মউিদ্দিন সোহেল, বৈশাখী টিভি প্রতিনিধি বিপ্লব দে কেটু ও সাংবাদিক লাল মোহাম্মদ।
ওইসময় প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, দৈনিক দিনকাল প্রতিনিধি আবু হানিফ, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি মনিরুজ্জামান রিপন, ব্রহ্মপুত্র এক্সপ্রেস প্রতিনিধি কাজি মাসুম, সময় টিভি প্রতিনিধি শহিদুল ইসলাম হিরা, নিউজ টুয়েন্টি ফোর প্রতিনিধি জুবাইদুল ইসলাম, এখন টিভি প্রতিনিধি জাহিদুল খান সৌরভ, নাগরিক টিভি প্রতিনিধি তারিকুল ইসলাম, বাংলা টিভি প্রতিনিধি নাঈম ইসলাম, দৈনিক বাংলার শাহরিয়ার শাকির, স্থানীয় দৈনিক তথ্যধারা প্রতিনিধি সুলতান আহমেদ ময়নাসহ অন্যান্য গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা দীপ্তটিভির অগ্রযাত্রা ও সাফল্য কামনা করেন। আলোচনা শেষে সকলকে নিয়ে কেক কাটেন অতিথিবৃন্দ।