শেরপুরের নালিতাবাড়ীতে বন্যহাতি সংরক্ষণ সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ নভেম্বর সোমবার দুপুরে উপজেলা পরিষদের হলরুম মেঘমালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়।
বন্যহাতি সংরক্ষণ সমন্বয় কমিটির সদস্য সচিব ও মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কমিটির সদস্য ওয়ার্ল্ড লাইফ রেঞ্জ কর্মকর্তা মঞ্জুরুল আলম, ওয়ার্ল্ডলাইফ রেঞ্জ কর্মকর্তা আল আমিন, বারমারী বিজিবি ক্যাম্পের সুবেদার মমতাজ উদ্দিন, সিনিয়র সাংবাদিক সামেদুল ইসলাম তালুকদার, সাংবাদিক মনিরুল ইসলাম, এ্যালিফেন্ট রেসপন্স টিমের সভাপতি উকিল উদ্দিন।
বক্তাগণ মানুষের জান ও মাল রক্ষার পাশাপাশি হাতি সংরক্ষণে করণীয় বিষয়ক পরামর্শ তুলে ধরেন। নির্দিষ্ট বনাঞ্চলে হাতির বিচরণ ক্ষেত্র গড়ে তোলার পাশাপাশি দুই দেশের চুক্তির মাধ্যমে পরিযায়ী এসব বন্যহাতির অবাধ বিচরণে ভারত-বাংলাদেশ যৌথ সিদ্ধান্তের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এছাড়াও লোকালয়ে বন্যহাতির অত্যাচার ফেরাতে বায়োফ্যান্সিং ও সোলার ফ্যান্সিংয়ের পরিবর্তে নির্দিষ্ট মাত্রার ইলেক্ট্রিক ফেন্সিংয়ের উপর গুরুত্বারোপ করেন বক্তাগণ।