শেরপুরের নকলায় কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় রবি মৌসুমে অতিবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় শাকসবজি ও সরিষা ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ এবং কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি মৌসুমে হাইব্রীড জাতের বোরো ধানের বীজ সহায়তা নিমিত্তে প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
১৭ নভেম্বর রবিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ওই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদী। ওইসময় সংশ্লিষ্ট কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও সুবিধাভোগীসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী জানান, চলতি রবি মৌসুমে বিনামূল্যে ৪ হাজার ৩০০ জন কৃষকের মাঝে শাকসবজির বীজ এবং ৬ হাজার ৩০০ জন কৃষকের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ করা হবে।
প্রতিজন কৃষক এক বিঘা জমির জন্য ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার এবং ৫০০ গ্রাম শাকসবজির বীজ পাবেন। এছাড়া প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলায় ৬ হাজার ৫০০ জন কৃষকের মাঝে ২ কেজি করে হাইব্রিড জাতের বোরো ধানের বীজ বিতরণ করা হবে।