শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ে হয়ে গেল কবি-সাহিত্যিকদের জম্পেশ আড্ডা। ১৫ নভেম্বর শুক্রবার সকাল থেকে দিনব্যাপী (নামাজের বিরতি বাদে) উপজেলার মধুটিলা ইকোপার্কের বনে ময়মনসিংহের তারাকান্দার অনুশীলন সাহিত্য পরিষদ ওই সাহিত্য আড্ডার আয়োজন করে।
নব্বই দশকের কবি হাদিউল ইসলামের সভাপতিত্বে ওই আড্ডার প্রথম পর্বে ‘কবিতার স্বর ও সুর’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন কবি অনিন্দ্য জসীম, কবি-গবেষক জ্যোতি পোদ্দার, কবি রফিকুল ইসলাম আধার, কবি আইয়ুব আকন্দ বিদ্যুৎ, কবি দুনিয়া মামুন প্রমুখ। এতে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের সভাপতি শাহজাহান জহির।
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক কবি আলিফ আশরাফের সঞ্চালনায় দ্বিতীয় পর্বে স্বরচিত কবিতা পাঠে অন্যান্যের মধ্যে অংশ নেন কবি ও কথাসাহিত্যিক আশরাফ আলী চারু, কবি সজীম শাইন, কবি আরিয়ান সিদ্দিক, কবি নাজিম উদ্দিন, কবি মো. গোলাম মোস্তফা, কবি শেখ ফয়জুর রহমান, কবি চয়ন হালদার, কবি আবুল কাশেম হীরা, কবি মো. বারেক, কবি মো. আজাদ হোসেন, কবি সাইদুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা ও জামালপুরের এ সময়ের একঝাঁক কবি-সাহিত্যিক উপস্থিত ছিলেন।