শেরপুরের নালিতাবাড়ীতে এস.আর.আই ধান চাষে প্রান্তিক কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পারি ডেভেলপমেন্ট ট্রাস্টের আয়োজনে ১৩ নভেম্বর বুধবার দিনব্যাপী উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের হলরুমে ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াদুদ।
নিরাপদ প্রকল্পের আওতায় আয়োজিত ওই প্রশিক্ষণে সভাপতিত্ব করেন প্রকল্পের ম্যানেজার কমল পাল। প্রশিক্ষণ পরিচালনা করেন নিরাপদ প্রকল্পের কৃষি কর্মকর্তা আলী আকবর রুপু।
পরে উপজেলার যোগানিয়া ও রামচন্দ্রকুড়া ইউনিয়নের ২৫ জন প্রান্তিক কৃষক ও কৃষাণীর মাঝে প্রদর্শনী করার জন্য উপকরণ বিতরণ করা হয়।