বুধবার , ১৩ নভেম্বর ২০২৪ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় পিকআপ-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত ৪

জাহাঙ্গীর হোসেন, নকলা
নভেম্বর ১৩, ২০২৪ ৩:৫৪ অপরাহ্ণ

শেরপুরের নকলায় পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। ১৩ নভেম্বর বুধবার দুপুরে উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের পাইস্কা বাইপাস এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মুমূর্ষু অবস্থায় আরও ৪ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

Shamol Bangla Ads

নিহতরা হচ্ছেন ময়মনসিংহের ফুলপুর উপজেলার কাজিয়াকান্দা গ্রামের রাজু মিয়ার স্ত্রী সুবিনা বেগম (২০), শেরপুর সদর উপজেলার পলাশিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে তাজেন মিয়া (১৫) ও নেত্রকোনার পূর্বধলা উপজেলার লাউদানা গ্রামের তোফাজ্জল হোসেনের মেয়ে তায়েরা (১০)। আর আহতরা হচ্ছেন তোফাজ্জল হোসেনের স্ত্রী উম্মে সালমা (৪০), মেয়ে তোবা (১৬) ও ছেলে আদনান ছাবিদ (৩) এবং ময়মনসিংহের ফুলপুর উপজেলার সাহাপুর উত্তর গ্রামের আবুল কাশেমের ছেলে সিএনজিচালক আলাল উদ্দিন (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নকলা উপজেলার পাইস্কা বাইপাস মোড়ে ময়মনসিংহ থেকে শেরপুরগামী একটি পিকআপের সাথে শেরপুর থেকে ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে সেখানে সুবিনা বেগম মারা যান।

Shamol Bangla Ads

নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশা থানায় নিয়ে আসা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহত ৩ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!