শেরপুরের ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত অসহায় ১৮ পরিবারের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। ১৩ নভেম্বর বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এসব গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করা হয়।
গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল।
ওইসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রাণী ভৌমিক, শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শরিফুর রহমান, সিনিয়র সাংবাদিক হাকিম বাবুল, রেজাউল করিম বকুল, খোরশেদ আলম প্রমুখ।
জানা যায়, ৭১ ব্যাচ মতিঝিল কেন্দ্রীয় সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের আর্থিক সহায়তায় প্রাকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে সম্প্রতি পাহাড়ি ঢলে গৃহহীন ঝিনাইগাতী উপজেলার অসহায় হতদরিদ্র ১৮ জন পরিবারের সদস্যকে উন্নতমানের ২ বান্ডিল করে ঢেউটিন ও ৫ লাখ টাকা মূল্যের গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করা হয়।
ওইসব গৃহ নির্মাণ সামগ্রী পেয়ে গৃহহীন পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।