২০২৪-২৫ অর্থবছরে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিরতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় শেরপুরের শ্রীবরদীতে শূণ্য চাষে সরিষার আবাদ বৃদ্ধির লক্ষে মাঠ দিবস, কারিগরি আলোচনা ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১১ নভেম্বর সোমবার সকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে কুরুয়া পশ্চিমপাড়ায় ফসলের মাঠে ওই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. সালমা লাইজু।
ওইসময় তিনি বলেন, এক কেজি সরিষা দিয়ে ১০ হাজার টাকার সরিষা উৎপাদন হয়। তাছাড়া ধান পাকার আগে সরিষা ছিটাতে হয়। পরে ধান কেটে ঘরে তোলার পর দেখা যাবে সরিষার ক্ষেত। কিছুদিন পরেই ঘরে তোলা যাবে সরিষা। তিনি সবাইকে সরিষা আবাদের আহবান জানান।
শেরপুর খামারবাড়ির উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খামারবাড়ির অতিরিক্ত উপপরিচালক হুমায়ুন কবীর। সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা ওয়াসিফ রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবরিনা আফরিন, কৃষক মো. সাইদুর রহমান প্রমুখ।
পরে কৃষক ও কৃষাণীদের মাঝে সরিষা বীজ বিতরণ ও ধান ক্ষেতে সরিষার বীজ বপন করেন অতিথিবৃন্দ। ওইসময় স্থানীয় আড়াইশ কৃষক ও কৃষাণীসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।