সোমবার , ১১ নভেম্বর ২০২৪ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে শূণ্য চাষে সরিষার মাঠ দিবস অনুষ্ঠিত

রেজাউল করিম বকুল
নভেম্বর ১১, ২০২৪ ৪:০৩ অপরাহ্ণ

২০২৪-২৫ অর্থবছরে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিরতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় শেরপুরের শ্রীবরদীতে শূণ্য চাষে সরিষার আবাদ বৃদ্ধির লক্ষে মাঠ দিবস, কারিগরি আলোচনা ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১১ নভেম্বর সোমবার সকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে কুরুয়া পশ্চিমপাড়ায় ফসলের মাঠে ওই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. সালমা লাইজু।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, এক কেজি সরিষা দিয়ে ১০ হাজার টাকার সরিষা উৎপাদন হয়। তাছাড়া ধান পাকার আগে সরিষা ছিটাতে হয়। পরে ধান কেটে ঘরে তোলার পর দেখা যাবে সরিষার ক্ষেত। কিছুদিন পরেই ঘরে তোলা যাবে সরিষা। তিনি সবাইকে সরিষা আবাদের আহবান জানান।

শেরপুর খামারবাড়ির উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খামারবাড়ির অতিরিক্ত উপপরিচালক হুমায়ুন কবীর। সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা ওয়াসিফ রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবরিনা আফরিন, কৃষক মো. সাইদুর রহমান প্রমুখ।

Shamol Bangla Ads

পরে কৃষক ও কৃষাণীদের মাঝে সরিষা বীজ বিতরণ ও ধান ক্ষেতে সরিষার বীজ বপন করেন অতিথিবৃন্দ। ওইসময় স্থানীয় আড়াইশ কৃষক ও কৃষাণীসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!