শেরপুরে আওয়ামী লীগের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ১০ নভেম্বর রবিবার দুপুরে শহরের থানা মোড় শহীদ স্কয়ারে শেরপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে ওই অবস্থান কর্মসূচি পালন করা হয়।
ওইসময় বক্তব্য রাখেন তৌহিদুর রহমান, মুরশেদ জিতু, ফুয়াদ তুহিন, নিলয় আহমেদ, মনিবুল ইসলাম, আয়ন খান প্রমুখ।
ওইসময় বক্তারা বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ আবার যেন মাথাচাড়া দিয়ে না উঠতে পারে সেজন্য আমরা সর্বদাই মাঠে থাকবো। সেইসাথে তাদের বিচারের মুখোমুখি করার আগ পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না।