‘জেগেছে বাংলাদেশ’ ও ‘সত্যে তথ্যে ২৬’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শেরপুরে দৈনিক প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ৮ নভেম্বর শুক্রবার প্রথম আলো বন্ধুসভা, শেরপুর জেলা শাখার উদ্যোগে শেরপুর পাতাবাহার খেলাঘর আসর মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
আলোচনা সভায় শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রশীদ, বিশিষ্ট সমাজসেবক ও শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, সুশাসনের জন্য নাগরিক-সুজন, শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. শওকত আলী, শেরপুর সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল আলীম তালুকদার, জেলা আইনজীবী সমিতির সদস্যসচিব এ এইচ নূরে আলম হীরা, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, নাগরিক সংগঠন জনউদ্যোগ, শেরপুর কমিটির আহবায়ক আবুল কালাম আজাদ, শিক্ষক আবু হান্নান, তরুণ আইটি উদ্যোক্তা সঞ্জয় বণিক, পাতাবাহার খেলাঘর আসরের সাধারণ সম্পাদক দীপক দাম, অদম্য মেধাবী আবু হানিফ বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর শেরপুর প্রতিনিধি দেবাশীষ সাহা রায়।
অনুষ্ঠানে সমাজ সেবক ও শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া বলেন, ‘প্রথম আলো বরাবর ভালো জিনিসটাকে তুলে ধরে। সত্য কথাকে প্রকাশ করে। বিগত সরকারের রক্তচক্ষুশূলকে উপেক্ষা করে প্রথম আলো সত্যকে প্রকাশ করে গেছে। আগামী দিনেও প্রথম আলোর কাছে প্রত্যাশা তারা সত্য প্রকাশে অবিচল থাকবে। দুর্নীতিমুক্ত, আধুনিক ও বিজ্ঞানমনষ্ক একটি সমাজ বিনির্মাণে প্রথম আলো আমাদের নির্দেশনা দিবে। এ দেশকে এগিয়ে নিতে প্রথম আলো ভবিষ্যতে আরও অগ্রণী ভূমিকা পালন করবে। আমরা বিশ্বাস করি, প্রথম আলো এ দেশের মানুষের পাশে আছে, আর প্রথম আলোর পাশে আছে এ দেশের মানুষ।’
শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রশীদ বলেন, সকল বাধা পেরিয়ে প্রথম আলো তার আদর্শে অবিচল থেকে দুই যুগের বেশী সময় ধরে সত্য তথ্য প্রকাশের মাধ্যমে সমাজকে আলোকিত করে দেওয়ার কাজটি করে যাচ্ছে। এখন প্রথম আলোর কাছে প্রত্যাশা, বাংলাদেশের বর্তমান প্রজন্মকে এগিয়ে নিতে প্রথম আলো তার সবকিছু উজাড় করে দিবে।
আলোচনা শেষে পাতাবাহার খেলাঘর আসরের শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শেরপুর বন্ধুসভার উপদেষ্টা মলয় চাকী। শেরপুর বন্ধুসভার উপদেষ্টা সাইফুল ইসলাম সাইফ, মাশুকুর রহমান মিশুক, সভাপতি রবিন সাহা, সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ শেরপুর বন্ধুসভার সকল সদস্য এতে সহযোগিতা করেন।
অনুষ্ঠানে স্থানীয় সুধিজন, পাতাবাহার খেলাঘর আসরের শিশু শিল্পী, তাদের অভিভাবক ও শেরপুর বন্ধুসভার সদস্যরা উপস্থিত ছিলেন।